বাংলাদেশ উন্নয়ন ও অর্থনৈতিক প্রবৃদ্ধিতে অভাবনীয় অগ্রগতি সাধন করেছে বলে জানিয়েছেন বিশ্বব্যাংকের ভাইস প্রেসিডেন্ট মার্টিন রাইসার।
তিনি বলেন, গত ৫০ বছরে বাংলাদেশের অসাধারণ অগ্রযাত্রায় অংশিদার হতে পেরে গর্বিত বিশ্বব্যাংক।
সোমবার(১৯ সেপ্টেম্বর) বাংলাদেশে প্রথমবার সফরে আসার আগে দেয়া বক্তব্যে এসব কথা বলেন রাইসার।
তিনি বলেন, ‘কোভিড-১৯, জলবায়ু পরিবর্তন ও ক্রমবর্ধমান বৈশ্বিক মুদ্রাস্ফীতির কারণে দক্ষিণ এশিয়ার দেশগুলো যখন হিমশিম খাচ্ছে, তখন বাংলাদেশের স্থিতিশীলতা বজায় রাখার অভিজ্ঞতা সম্পর্কে জানতে আমি মুখিয়ে আছি।’
তিন দিনের সফরে অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালসহ অন্যান্য ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তাদের সঙ্গে দেখা করবেন রাইসার। একইসঙ্গে দেশের উন্নয়ন অগ্রাধিকারগুলোর বিষয়ে বিশ্বব্যাংকের সহায়তা নিয়ে আলোচনা করবেন।
স্বাধীনতার পর বাংলাদেশকে সহায়তাকারী প্রথম উন্নয়ন সহযোগীদের মধ্যে অন্যতম বিশ্বব্যাংক। এখন পর্যন্ত বিশ্বব্যাংক বাংলাদেশকে তিন হাজার ৭০০ কোটি মার্কিন ডলারেরও বেশি অনুদান,সুদমুক্ত ও রেয়াতি ঋণ সহায়তা দিয়েছে।