প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রি করতে চায় রাশিয়া

নিজস্ব প্রতিবেদক
২৩ মে ২০২২ ১৫:৫১:৪৮ | আপডেট: ৩ years আগে
বাংলাদেশের কাছে জ্বালানি তেল বিক্রি করতে চায় রাশিয়া
নসরুল হামিদ (ফাইল ছবি)

বাংলাদেশের কাছে অপরিশোধিত জ্বালানি তেল বিক্রির প্রস্তাব দিয়েছে রাশিয়া। এ বিষয়ে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বলেছেন, রাশিয়ার কাছ থেকে এখন তেল কেনার দরকার আছে কি না, তা তারা পর্যালোচনা করে দেখছেন।

সোমবার রাজধানীর বিদ্যুৎ ভবনে সাংবাদিকদের তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, রাশিয়ার পক্ষ থেকে তেল বিক্রির প্রস্তাব এসেছে। বিশেষ করে অপরিশোধিত তেলের কথা বলছে তারা। আমরা সেই প্রস্তাব বিবেচনা করে দেখছি। তবে রাশিয়ায় আমদানি অর্থ প্রদানের ক্ষেত্রে এখনও অনেক বাধা রয়েছে।

বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশনের তথ্য অনুসারে, বাংলাদেশ প্রায় ৬০ লাখ মেট্রিক টন অপরিশোধিত তেল ব্যবহার করে। এগুলো প্রাধনত সৌদি আরব এবং সংযুক্ত আরব আমিরাত থেকে আমদানি করা হয়।

গত নভেম্বরে আন্তর্জাতিক বাজারে পেট্রোলিয়ামের দাম প্রতি ব্যারেলে ৮৫ ডলার বা প্রতি লিটারে ১৫৮.৯৯ টাকা বৃদ্ধি পাওয়ায় সরকার ডিজেল ও কেরোসিনের দাম প্রতি লিটারে ১৫ টাকা বাড়ায়। এই দুই ধরনের জ্বালানি তেলের নতুন দর হয় লিটারপ্রতি ৮০ টাকা, যা এর আগে ছিল ৬৫ টাকা।