প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই বিকাশ হচ্ছে: বিজিএমইএ সভাপতি

নিজস্ব প্রতিবেদক
০৬ অক্টোবর ২০২১ ২১:৩৪:০৯ | আপডেট: ৩ years আগে
বাংলাদেশের পোশাক শিল্পের টেকসই বিকাশ হচ্ছে: বিজিএমইএ সভাপতি

বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতির (বিজিএমইএ) সভাপতি ফারুক হাসান বলেছেন, টেকসই উন্নয়ন বাংলাদেশের পোশাক শিল্পের একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়, যখন শিল্পটি বিকাশের জন্য সর্বাত্মক প্রচেষ্টা গ্রহন করছে এবং আবার একইসাথে পরিবেশগত টেকসই উন্নয়ন নিশ্চিত করছে।

বুধবার বিজিএমইএ'র সহযোগিতায় ট্রেড কাউন্সিল অব ডেনমার্ক-বাংলাদেশ কর্তৃক আয়োজিত “সবুজ রূপান্তরের ভবিষ্যতে মনোনিবেশ করুন - শিল্প প্রক্রিয়াসমূহের জন্য সবুজ প্রযুক্তি এবং টেকসই ভবন” শীর্ষক ওয়েবিনারে অংশগ্রহনকালে এ কথা বলেন ফারুক হাসান।

তিনি বলেন, “আমাদের ইউএস গ্রীণ বিল্ডিং কাউন্সিল (ইউএসজিবিসি) কর্তৃক সার্টিফায়েড ১৪৮টি লীড গ্রীন কারখানা রয়েছে, যার মধ্যে ৪৪টি প্লাটিনাম রেটেড এবং ৯১টি গোল্ড রেটেড। তাছাড়া বিশ্বের শীর্ষ ১০০টি গ্রীন কারখানার মধ্যে ৪০টি কারখানারই অবস্থান বাংলাদেশে। এছাড়াও ৫০০টি কারখানার সনদ পাওয়ার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।”

ওয়েবিনারের উদ্দেশ্য ছিলো বাংলাদেশে গ্রীন বিল্ডিং এবং ইন্ডাষ্ট্রিয়াল প্রসেসের জন্য ডেনমার্কের প্রযুক্তিগত সমাধান (টেকনিক্যাল সল্যুশন) বিষয়ে সচেতনতা বৃদ্ধি।

টেকসই ভবন, গ্রীন বিল্ডিং সার্টিফিকেশন এবং গ্রীন অর্থায়নের বিষয়গুলো ওয়েবিনারে আলোচনা করা হয়েছিলো।

বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত উইনি স্ট্রাপ পিটারসেন অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন।

বিজিএমইএ সভাপতি তার বক্তব্যে বলেন, “বিশ্ববাজারে আমাদের শিল্পকে প্রতিযোগিতামূলক রাখার জন্য উন্নত টেকসই প্রযুক্তি এবং উদ্যোগের কোন বিকল্প নেই।”

তিনি আরও বলেন, “প্রযুক্তি যেমন উন্নত এলইডি ল্যাম্প, ডাইরেক্ট ড্রাইভ এক্সস্ট ফ্যান, বিল্ডিং ম্যানেজমেন্ট সিস্টেম, সৌর বিদ্যুৎ, লো লিকোর ডাইংমেশিন, সার্কুলার টেকনোলজী, ওয়াটার ট্রিটমেন্ট এবং রিসাইক্লিং, কমপ্রেসড এয়ার সিস্টিম, অটোমেশন ইত্যাদির মাধ্যমে শিল্পে জ্বালানি দক্ষতা বৃদ্ধি এবং কার্বন ফুটপ্রিন্ট কমানোর প্রচুর সুযোগ রয়েছে।”