প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক
২২ আগস্ট ২০২২ ২১:৪৫:২৪ | আপডেট: ২ years আগে
বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে কাতারের বিনিয়োগ আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের ব্যবসায়ী ও উদ্যোক্তাদের বাংলাদেশের বিশেষ অর্থনৈতিক অঞ্চলে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

তিনি উপসাগরীয় দেশ থেকে এলএনজি ও সার আমদানিতে কাতারের আরও সহযোগিতা কামনা করেন।

সোমবার গণভবনে সফররত কাতারের শ্রমমন্ত্রী ড. আলী বিন সাঈদ বিন স্মাইখ আল মারি প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎকালে তিনি সহযোগিতা কামনা করেন।

সাক্ষাৎ শেষে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের এ তথ্য জানান।

দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তোলার কথা উল্লেখ করে প্রধানমন্ত্রী বলেন, কাতার সেখানে শিল্প স্থাপনে চীন, ভারত, জাপান ও দক্ষিণ কোরিয়ার মতো জমি নিতে পারে।

তিনি বলেন, বাংলাদেশ ঘনিষ্ঠ ভ্রাতৃপ্রতিম দেশের সঙ্গে দ্বিপক্ষীয় সম্পর্ককে বিশেষ অগ্রাধিকার দেয়।

রোহিঙ্গা ইস্যুতে প্রধানমন্ত্রী বলেন, বাংলাদেশে আশ্রয় নেয়া মিয়ানমারের ১১ লাখ নাগরিক এখন দেশের জন্য বোঝা হয়ে দাঁড়িয়েছে।

তিনি বলেন, তার সরকার উন্নত জীবনযাপনের জন্য প্রায় ৩০ হাজার রোহিঙ্গাকে ভাসানচর দ্বীপে স্থানান্তর করেছে।

তিনি আরও বলেন, ওআইসি এই বিষয়ে বাংলাদেশকে সমর্থন করছে।

কোভিড-১৯ মহামারি বিষয়ে কথা বলতে গিয়ে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও সরকার এ বিষয়ে এখনও খুবই সতর্ক।

বৈঠকে কাতারের মন্ত্রী বলেন, জনশক্তি বিষয়ে বাংলাদেশের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান বিষয়ক মন্ত্রীর সঙ্গে তার ফলপ্রসূ আলোচনা হয়েছে।

কাতারের মন্ত্রী বাংলাদেশকে জ্বালানি ও চিকিৎসা খাতে সহযোগিতা করার আগ্রহ প্রকাশ করেন।

কাতারে বাংলাদেশি শ্রমিকদের ভূয়সী প্রশংসা করে মন্ত্রী বলেন, বর্তমানে সেখানে চার লাখ বাংলাদেশি কাজ করছে এবং তারা দেশটিতে কর্মরত দ্বিতীয় বৃহত্তম প্রবাসী সম্প্রদায়।

মন্ত্রী বলেন, কাতার এখন আগামী ২০ নভেম্বর শুরু হতে যাওয়া আসন্ন বিশ্বকাপ ফুটবলের জন্য প্রস্তুত এবং তিনি প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে এই টুর্নামেন্টে অংশগ্রহণের আমন্ত্রণ জানান।

বৈঠকে ড. আলী বিন সাদ শেখ হাসিনাকে কাতারের আমির ও প্রধানমন্ত্রীর পক্ষ থেকে শুভেচ্ছা জানান।

প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান ইমরান আহমদ, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব আহমদ কায়কাউস, প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব আহমেদ মুনিরুস সালেহীন, কাতারে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মো. জসিম উদ্দিন ও বাংলাদেশে কাতারের চার্জ ডি’অ্যাফেয়ার্স সাইদ আল সামিখ এ বৈঠকে উপস্থিত ছিলেন।