প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশকে ঋণ দেয়া নিয়ে কোনো উদ্বেগ নেই: আইএমএফ

নিজস্ব প্রতিবেদক
০৯ নভেম্বর ২০২২ ১৮:৪৯:১৬ | আপডেট: ২ years আগে
বাংলাদেশকে ঋণ দেয়া নিয়ে কোনো উদ্বেগ নেই: আইএমএফ

বাংলাদেশেকে ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণ সহায়তা দেবে আইএমএফ। এরমধ্যে এক্সটেনডেন্ট ক্রেডিট ফ্যাসিলিটির (ইসিএফ) আওতায় ৩ দশমিক ২০ বিলিয়ন, এক্সটেনডেন্ট ফান্ড ফ্যাসিলিটির (ইএফএফ) আওতায় ১ দশমিক ৩০ বিলিয়ন ডলার দেওয়া হবে।

এ বিষয়ে ঢাকায় সফররত আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) প্রতিনিধিদল জানিয়েছে, বাংলাদেশকে ঋণ দেওয়ার বিষয়ে আইএমএফের কোনো উদ্বেগ নেই।

বুধবার অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের সঙ্গে বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে এ কথা জানিয়েছে আইএমএফ প্রতিনিধিদল।

আইএমএফ জানিয়েছে, ৪ দশমিক ৫ বিলিয়ন ডলার ঋণের পুরোটা ৪২ মাসে দেওয়া হবে।

সংবাদ সম্মেলনে আইএমএফ প্রতিনিধিদলের সদস্যরা জানান, বাংলাদেশে ঋণ দেওয়া নিয়ে আইএমএফের কোনো উদ্বেগ নেই। বাংলাদেশের সঙ্গে তাদের উন্নয়ন অংশীদারত্ব দীর্ঘদিনের। বাংলাদেশে রাজনৈতিক পরিবর্তন ঘটলেও এই সম্পর্কে কোনো সমস্যা হবে না।

রাশিয়া-ইউক্রেন যুদ্ধে বাংলাদেশসহ পুরো বিশ্ব মূল্যস্ফীতির চাপে আছে উল্লেখ করে আইএমএফ প্রতিনিধিদল জানায়, আন্তর্জাতিক বাজারে সব পণ্যের দাম বেশি। ফলে আমদানি করা পণ্য বেশি দামে আনতে হচ্ছে। বাংলাদেশও এর বাইরে নয়।

চলতি বছরের ২৪ জুলাই ৪৫০ কোটি ডলার ঋণ চেয়ে আইএমএফকে চিঠি দেয় বাংলাদেশ। ঋণ দেয়ার বিষয়ে আলোচনা করতে গত ২৬ অক্টোবর আইএমএফের একটি প্রতিনিধিদল ঢাকায় এসেছে। সেই প্রতিনিধিদলের সঙ্গে আজ বৈঠক ছিল অর্থমন্ত্রীর।