প্রচ্ছদ ›› বাণিজ্য

চীনা বিনিয়োগ বিকাশে একসঙ্গে কাজ করবে বিডা-বিসিসিসিআই

নিজস্ব প্রতিবেদক
১৩ জুন ২০২২ ১৯:৪৭:১১ | আপডেট: ৩ years আগে
চীনা বিনিয়োগ বিকাশে একসঙ্গে কাজ করবে বিডা-বিসিসিসিআই
সংগৃহীত

দেশে চীনা বিনিয়োগ বিকাশের লক্ষ্যে বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) ও বাংলাদেশ চায়না চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিসিসিসিআই) এর মধ্যে এক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।

সোমবার এক অনুষ্ঠানে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন বিডা’র নির্বাহী সদস্য অভিজিৎ চৌধুরী ও বিসিসিসিআই’র ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আল মামুন মৃধা।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান সিরাজুল ইসলাম বলেন, বেসরকারি খাতের চীনা বিনিয়োগের সুবিধার্থে সহযোগিতার ভিত্তিতে কাজ করে চলেছে বিডা এবং বিসিসিসিআই। সরকারিভাবে চীন বাংলাদেশের উন্নয়নের অন্যতম বড় অংশীদার। আমাদের অনেক সরকারি প্রকল্পে চীন সরাসরি কাজ করে আসছে। চীন থেকে সরকারি অনেক বিনিয়োগ আসলেও, সেই তুলনায় বেসরকারি খাতে চীনা বিনিয়োগ অনেক কম।

তিনি আরো বলেন, আমাদের অর্থনীতিতে প্রায় ৭৯% বেসরকারি খাতের অবদান, তাই উন্নত বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে বেসরকারি খাতে বিদেশি বিনিয়োগ আকর্ষণ করতে হবে।

তিনি আরও জানান, বর্তমান বিশ্ব বাণিজ্যের প্রায় ১৮.৬% এবং বিনিয়োগের প্রায় ১৫% চীন নিয়ন্ত্রণ করে থাকে। শুধুমাত্র বিডার মাধ্যমেই চলতি (২০২১-২২)অর্থবছরে রেজিস্ট্রিকৃত প্রস্তাবিত চীনা বিনিয়োগের পরিমাণ ৭৭০ মিলিয়ন মার্কিন ডলার।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিসিসিসিআই এর সভাপতি জনাব গাজী গোলাম মরতুজা, সিনিয়র সহ-সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মোঃ সুলতান উদ্দিন ইকবালসহ বিসিসিসিআই ও বিডার ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ।