প্রচ্ছদ ›› বাণিজ্য

বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক

নিজস্ব প্রতিবেদক
০৪ ডিসেম্বর ২০২২ ১৭:২৬:১১ | আপডেট: ২ years আগে
বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র মেজবাউল হক
সংগৃহীত

নির্বাহী পরিচালক মো. মেজবাউল হককে বাংলাদেশ ব্যাংকের নতুন মুখপাত্র হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। তিনি বর্তমান মুখপাত্র জি এম আবুল কালাম আজাদের স্থলাভিষিক্ত হয়েছেন।

রোববার বাংলাদেশ ব্যাংক তাকে মুখপাত্র হিসেবে নিয়োগ দিয়েছে।

এর আগে মুখপাত্রের দায়িত্বে ছিলেন নির্বাহী পরিচালক মো. সিরাজুল ইসলাম। তিনি গত ৪ অক্টোবর অবসরে গেলে ৬ অক্টোবর নতুন মুখপাত্র হন নির্বাহী পরিচালক জি এম আবুল কালাম আজাদ।

এক মাস দুই দিনের মাথায় তাকে সরিয়ে মেজবাউল হককে দায়িত্ব দেওয়া হলো।