প্রচ্ছদ ›› বাণিজ্য

বাজুস থেকে এনামুল হক দোলনকে বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২৩ ২১:৩৪:২১ | আপডেট: ২ years আগে
বাজুস থেকে এনামুল হক দোলনকে বহিষ্কার

বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) -এর সকল পদ থেকে এনামুল হক খান দোলনকে বহিষ্কার করা হয়েছে। বাজুসের কার্যনির্বাহী কমিটির জরুরি সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।

মঙ্গলবার বাজুসের কার্যনির্বাহী কমিটির জরুরি সভা অনুষ্ঠিত হয়। সভা শেষে বাজুসের সহকারী মহাব্যবস্থাপক (মানব সম্পদ ও প্রশাসন) তানভীর আহমেদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে বহিষ্কারের বিষয়টি নিশ্চিত করেছে প্রতিষ্ঠানটি।

বসুন্ধরা সিটি শপিং কমপ্লেক্সে বাজুস কার্যালয়ে অনুষ্ঠিত সভায় বলা হয়, বাজুস কার্যনির্বাহী কমিটির সদস্য ও সাবেক সভাপতি এনামুল হক খান দোলনকে বাজুসের দায়িত্বপ্রাপ্ত সকল পদ থেকে বহিষ্কার করার সিদ্ধান্ত গৃহীত হলো।