প্রচ্ছদ ›› বাণিজ্য

বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: এফবিসিসিআই সভাপতি

নিজস্ব প্রতিবেদক
১১ জুন ২০২২ ১২:৫৮:৫৪ | আপডেট: ২ years আগে
বাজেট বাস্তবায়নে স্বচ্ছতা-জবাবদিহিতা নিশ্চিত করতে হবে: এফবিসিসিআই সভাপতি

এফবিসিসিআই সভাপতি মোঃ জসিম উদ্দিন বলেছেন, সুশাসন, সুষ্ঠু মনিটরিং, বিনিয়োগ এবং বাণিজ্য বান্ধব কর ব্যবস্থাপনার মাধ্যমে রাজস্ব সংগ্রহ ২০২২-২৩ সালের বাজেট বাস্তবায়নের ক্ষেত্রে বড় চ্যালেঞ্জ।

শনিবার রাজধানীর এফবিসিসিআই মিলনায়তনে প্রস্তাবিত জাতীয় বাজেট নিয়ে এক সংবাদ সম্মেলনে তিনি এ মন্তব্য করেন।

তিনি বলেন, বাজেট বাস্তবায়নে দক্ষতা, স্বচ্ছতা, জবাবদিহিতা ও মনিটরিং নিশ্চিত করতে হবে।

এ সময় দেশের জনগণকে দক্ষ করে তুলতে এফবিসিসিআই উদ্ভাবনী কেন্দ্রের জন্য বরাদ্দ রাখায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও অর্থমন্ত্রীকেও ধন্যবাদ জানান তিনি।