পুঁজিবাজারে তালিকাভুক্ত ট্যানারি খাতের কোম্পানি বাটা সু তাদের পরিচালনা পর্ষদ শেয়ারধারীদের জন্য ২৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষনা করেছে, যা নগদ আকারে বন্টন করা হবে। কোম্পানিটি এর আগে ৭৫ শতাংশ অন্তবর্তীকালীন নগদ লভ্যাংশ ঘোষণা করেছিল, যা ইতোমধ্যে বন্টন করা হয়েছে।
ফলে কোম্পানিটি তার শেয়ারধারীদের ৩১ ডিসেম্বর ২০২১ সালের জন্য মোট ১০০ শতাংশ নগদ বা শেয়ার প্রতি ১০ টাকা প্রদান করবে।
মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে বিষয়টি জানানো হয়েছে।
এই সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) লোকসান হয়েছে ৫ টাকা শূন্য ১ পয়সা। নেট সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ২৫২ টাকা। যেখানে আগের বছরের একই সময়ে ইপিএস লোকসান ছিল ৯৬ টাকা ৮৩ পয়সা। এবং এনএভি ছিল ২৭০ টাকা।
এ দিনে কোম্পানিটি তাদের চলতি বছরের প্রথম প্রান্তিক প্রকাশ করেছে। যেখানে আগের বছরের তুলনায় কোম্পানিটি লোকসান থেকে বেরিয়ে মুনাফায় ফিরেছে। অর্থবছরের জানুয়ারি থেকে মার্চ, ২২ সময়ে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে ৫ টাকা শূন্য ১ পয়সা। আগের বছরের একই সময়ে যা লোকসান ছিল ৩ টাকা ৫৮ পয়সা।
প্রথম প্রান্তিকে বাটা সু কোম্পানির নিট সম্পদ মূল্য দাঁড়িয়েছে ২৫৭ টাকা ৩৪ পয়সা, যা আগের বছরের একই সময়ে ছিল ২৫২ টাকা ৩৩ পয়সা।