প্রচ্ছদ ›› বাণিজ্য

বাণিজ্য মেলা থেকে কী কী কিনলেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
০১ জানুয়ারি ২০২৩ ১৭:২১:৫০ | আপডেট: ২ years আগে
বাণিজ্য মেলা থেকে কী কী কিনলেন প্রধানমন্ত্রী

ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা (ডিআইটিএফ) উদ্বোধনের পর জয়িতা স্টল থেকে পণ্য কিনেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

রোববার বিজনেস পোস্টের সঙ্গে আলাপকালে জয়িতা ফাউন্ডেশনের সহকারী ব্যবস্থাপক রুকুনুজ্জামান বলেন, প্রধানমন্ত্রী বেশ কয়েকটি স্টল পরিদর্শন করেন এবং উদ্যোক্তাদের সঙ্গে কথা বলেন।

তিনি আরও বলেন, “প্রধানমন্ত্রী আমাদের জয়িতা থেকে ১৫ হাজার টাকা মূল্যের পণ্য ক্রয় করেছেন। এসব পণ্যের মধ্যে রয়েছে বেডশিট, কাপড়, বাক্স ও চামড়ার বেশ কয়েকটি পণ্য।”

রুকনুজ্জামান জানান, তারা প্রধানমন্ত্রীকে শাড়ি উপহার দিতে চেয়েছিলেন কিন্তু তিনি তা নেননি। তিনি পণ্য কিনে নিয়েছেন।

জানা গেছে, প্রধানমন্ত্রী জায়িতা স্টলে ১৫ মিনিট ছিলেন। এসময় উদ্যোক্তাদের এগিয়ে যেতে উৎসাহিত করেন তিনি।