প্রচ্ছদ ›› বাণিজ্য

বারাকা পতেঙ্গার তৃতীয় প্রান্তিকে আয় কমেছে

নিজস্ব প্রতিবেদক
২৭ এপ্রিল ২০২৩ ২০:৪৮:২৪ | আপডেট: ২ years আগে
বারাকা পতেঙ্গার তৃতীয় প্রান্তিকে আয় কমেছে

পুঁজিবাজারে তালিকাভুক্ত বারাকা পতেঙ্গা পাওয়ার লিমিটেড গত ৩১ মার্চ, ২০২৩ তারিখে সমাপ্ত তৃতীয় প্রান্তিকের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন প্রকাশ করেছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকে ( জানুয়ারি, ২৩-মার্চ, ২৩) কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি আয় হয়েছে ৫৩ পয়সা। গত বছর একই সময়ে সমন্বিত শেয়ার প্রতি ১ টাকা ৩১ পয়সা আয় হয়েছিল

অন্যদিকে তিন প্রান্তিক মিলিয়ে কোম্পানিটির সমন্বিত লোকসান হয়েছে ১ টাকা ০৫ পয়সা। গতবছর একই সময়ে ৩ টাকা ১৬ পয়সা সমন্বিত আয় হয়েছিল।

আজ বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে চলতি হিসাববছরের তৃতীয় প্রান্তিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর তা প্রকাশ করা হয়।

গত ৩১ মার্চ ২০২৩ তারিখে কোম্পানিটির সমন্বিত শেয়ার প্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ২৬ টাকা ৮২ পয়সা।