প্রচ্ছদ ›› বাণিজ্য

বার্জার পেইন্টসসহ ১০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৩ ১৫:২২:৫২ | আপডেট: ২ years আগে
বার্জার পেইন্টসসহ ১০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ১০ কোম্পানির বোর্ড সভার তারিখ ঘোষণা করেছে। কেম্পোনিগুলো হলো- বার্জার পেইন্টস, ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, নাভানা ফার্মাসিটিক্যালস, ম্যারিকো বাংলাদেশ, রেনউইক যজ্ঞেশ্বর, ইউনিক হোটেল, এডিএন টেলিকম, অ্যাম্বি ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ।

ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

সভা থেকে কোম্পানিগুলোর ৩১ ডিসেম্বর,২০২২, সমাপ্ত সময়ের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করা হবে।

কোম্পানিগুলোর মধ্যে বার্জার পেইন্টস এবং ম্যারিকো বাংলাদেশ আলোচ্য সময়ের জন্যতৃতীয় প্রান্তিক প্রকাশ করবে।

এছাড়া ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ, নাভানা ফার্মাসিটিক্যালস, রেনউইক যজ্ঞেশ্বর, ইউনিক হোটেল, এডিএন টেলিকম, অ্যাম্বি ফার্মা, বাংলাদেশ বিল্ডিং সিস্টেম এবং ওয়ালটন হাই-টেক ইন্ডাস্ট্রিজ ৩১ ডিসেম্বর, ২০২২ সমাপ্ত সময়ের জন্য দ্বিতীয় প্রান্তিক প্রকাশ করবে।

বার্জার পেইন্টস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৪ জানুয়ারি, বিকাল সাড়ে ৪ টায়। আর ইনভেস্টমেন্ট কর্পোরেশন অব বাংলাদেশ লিমিটেডের (আইসিবি) বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি, বিকাল সাড়ে ৩ টায়।

নাভানা ফার্মাসিটিক্যালস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি বিকাল ৩টায়। এবং ম্যারিকো বাংলাদেশ লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৩ জানুয়ারি সন্ধ্যা ৬টা ১৫ মিনিটে।

রেনউইক যজ্ঞেশ্বর লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৫ জানুয়ারি দুপুরে ২ টা ৩৫ মিনিটে। ইউনিক হোটেল অ্যান্ড রিসোর্টস লিমিটেডের বোর্ড সভা অনুষ্ঠিত হবে আগামী ২৪ জানুয়ারি দুপুরে ৩ টা ৩০ মিনিটে।

এডিএন টেলিকমের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি, বিকাল ৩টায়। অ্যাম্বি ফার্মার বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি, বিকাল ৩টায়।

বাংলাদেশ বিল্ডিং সিস্টেম বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি, বিকাল সাড়ে ৩টায়। ওয়ালটনের বোর্ড সভা অনুষ্ঠিত হবে ২৫ জানুয়ারি, বিকাল ৩টায়।