করোনাভাইরাসের বিরূপ প্রভাব বিবেচনায় সাভার চামড়া শিল্প শহরের জন্য বিশেষ ঋণ পুনঃতফিসলের সুবিধা চলতি বছরের ডিসেম্বর পর্যন্ত বাড়িয়েছে বাংলাদেশ ব্যাংক।
এ বিষয়ে মঙ্গলবার কেন্দ্রীয় ব্যাংক একটি নোটিশ জারি করেছে। সুবিধার পূর্ববর্তী সময়সীমা আগামীকাল শেষ হবে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নতুন সময়সীমার সাথে খেলাপিরা ডাউন পেমেন্ট পরিশোধ করে সুবিধা নিতে পারবেন।
২০১৯ সালে কেন্দ্রীয় ব্যাংক সরকারের নীতিগত সিদ্ধান্তের পর সহজ শর্তে সবখাতে ব্যাংক ঋণ খেলাপিদের জন্য একই পুনঃতফসিল সুবিধা চালু করে।
ব্যাংকিং খাতে অনাদায়ী ঋণ কমিয়ে আনার নীতি গ্রহণ করেছে সরকার।
যেসব ঋণ গ্রহীতা ব্যবসা চালিয়ে যেতে পারবেন, তারা পুনর্নির্ধারিত ঋণ পরিশোধের জন্য এক বছরের অতিরিক্ত সময়সীমাসহ ১০ বছরের পরিশোধের মেয়াদ পাবেন।
পুনঃতফসিলকৃত ঋণের সুদের হার হতে হবে ৯ শতাংশের মধ্যে।