জনশক্তি রপ্তানিকারকদের সংগঠন বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ (বায়রা) দ্বি-বার্ষিক নির্বাচনে (২০২২-২০২৪) ভোট গ্রহণ শেষ হয়েছে। এ নির্বাচনে ভোট পড়েছে ৯৬৯ টি।
শনিবার রাজধানীর সোনারগাঁও হোটেলে সকাল ৯টায় ভোটগ্রহণ শুরু হয়। চলে বিকেল ৪টা পর্যন্ত। ইতিমধ্যে ভোট গণনা শুরু হয়েছে।
ভোটার ও প্রার্থীদের মধ্যে প্রথম ভোট দিয়েছেন সিন্ডিকেটপন্থী প্যানেলের নেতা শপন। এর পর সিন্ডিকেট বিরোধী প্যানেলের নেতৃত্বে থাকা প্রার্থী আবুল বাশার ভোট দিয়েছেন।
নির্বাচনকে ঘিরে ঘটনাস্থলে পুলিশেসহ বিপুল পরিমাণ আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন রয়েছে।
এবারের বায়রার নির্বাচনে তিনটি প্যানেল প্রতিদ্বন্দ্বিতা করছে। এর মধ্যে অন্যতম সিন্ডিকেটবিরোধী প্যানেল ‘বায়রা সম্মিলিত ঐক্য পরিষদ’। তাদের ব্যালট ৫৫ থেকে ৮১ পর্যন্ত।
সম্মিলিত ঐক্য পরিষদ প্যানেলের সঙ্গে সাধারণ ভোটাররা একাত্মতা ঘোষণা করেছেন। এ প্যানেলের নির্বাচনী ইশতেহার হচ্ছে- সিন্ডিকেটমুক্ত শ্রমবাজার চাই। লাইসেন্স যার ব্যবসা তার। সেই সঙ্গে সবার জন্য বিশ্ব শ্রমবাজার উন্মুক্ত করা এবং সিন্ডিকেটের বিরুদ্ধে কঠোর প্রতিরোধ গড়ে তোলা।
এ প্যানেলের প্রধান সমন্বয়ক বায়রার দুবারের সাবেক সভাপতি ও ইউনিক গ্রুপের এমডি মোহা. নূর আলী। প্যানেল প্রধান হচ্ছেন দুবারের সাবেক সভাপতি আবুল বাশার।
নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতাকারী অপর দুই প্যানেলের একটির নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সভাপতি বেনজির আহমেদ ও সাবেক মহাসচিব রুহুল আমিন স্বপন। অন্য প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন বায়রার সাবেক সিনিয়র সহসভাপতি মো. ফারুক ও সাবেক মহাসচিব রিয়াজুল ইসলাম।