প্রচ্ছদ ›› বাণিজ্য

বিদেশি ম্যানেজারের ওপর আমাদের আর নির্ভর করতে হবে না: বাণিজ্যমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ জানুয়ারি ২০২৩ ১৮:৩৫:৪৯ | আপডেট: ২ years আগে
বিদেশি ম্যানেজারের ওপর আমাদের আর নির্ভর করতে হবে না: বাণিজ্যমন্ত্রী
পুরনো ছবি

বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমাদের তৈরী পোশাক শিল্পে মিড লেভেলে কাজ করার জন্য প্রয়োজনীয় দক্ষ ম্যানেজার তৈরী হয়েছে।

তুরাগে বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন এন্ড টেনোলজি(বিইউএফটি) আয়োজিত আরএমজি সেক্টরে দক্ষ ম্যানেজার তৈরীর উদ্দেশ্যে পরিচালিত বিইউএফটি-ইপিবি পিজিডি প্রোগ্রাম ফর মিড লেভেল ম্যানেজমেন্ট বিষয়ে ওরিয়েন্টেশন এন্ড সার্টিফিকেট প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন; ‘কর্মক্ষেত্রে তারা বেশ ভাল কাজ করছে। দীর্ঘদিন বিদেশি জনবল দিয়ে আমরা এ কাজ করেছি। এখন দেশেই পর্যাপ্ত দক্ষ জনশক্তি তৈরী হচ্ছে। এখন আর বিদেশি ম্যানেজারদের ওপর আমাদের নির্ভর করতে হবে না। এ ক্ষেত্রে দক্ষ জনশক্তি তৈরীর জন্য বিজিএমইএ ইউনিভার্সিটি অব ফ্যাশন অ্যান্ড টেনোলজি (বিইউএফটি) কাজ করছে।’

বাণিজ্যমন্ত্রী বলেন; ‘দক্ষ জনশক্তিই একটি শিল্প প্রতিষ্ঠানের মূল চালিকা শক্তি। তৈরী পোশাক খাতে বিদেশি জনশক্তির উপর নির্ভরশীলতা কমানোই আমাদের উদ্দেশ্য। এজন্য বাণিজ্য মন্ত্রণালয় দক্ষ জনশক্তি তৈরীর এ বিশেষ উদ্যোগ গ্রহণ করেছে।’

তিনি আরও বলেন; ‘আমাদের তৈরী জনশক্তি দেশের চাহিদা পূরণ করবে। এ সকল দক্ষ জনশক্তিকে আমাদের শিল্প প্রতিষ্ঠানে দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। অনেক প্রতিকূল পরিস্থিতি দক্ষতার সাথে মোকাবেলা করে বাংলাদেশের পোশাক খাত পৃথিবীর মধ্যে দ্বিতীয় বৃহৎ তৈরী পোশাক রপ্তাানিকারক হিসাবে প্রতিষ্ঠিত হয়েছে। বর্তমানে আমাদের রপ্তানির প্রায় ৮২ ভাগ আসে তৈরী পোশাক খাত থেকে। একসময় আমাদের তৈরী পোশাক খাতের ম্যানেজমেন্ট লেভেলে শুধু বিদেশি জনশক্তিই কাজ করতো। এখন আমাদের দেশের অনেক দক্ষ জনশক্তি তৈরী হচ্ছে। পেশাগত কাজে তারা বেশ দক্ষতার পরিচয় দিচ্ছে। সে কারণে বিদেশি কর্মীর সংখ্যা অনেক কমে এসেছে। এ ধরনের প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ জনশক্তি তৈরী করা সম্ভব হলে আমাদের আর বিদেশি জনশক্তির প্রয়োজন হবে না। সরকারের বাণিজ্য মন্ত্রণালয় সে লক্ষ্যকে সামনে রেখে কাজ করে যাচ্ছে।’