পাইকারি পর্যায়ে বিদ্যুতের আগের দামই বহাল রেখেছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমশিন (বিইআরসি)।
বৃহস্পতিবার সকালে এ ঘোষণা দেন বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল।
তিনি বলেন, ‘পাইকারি পর্যায়ে বিদ্যুতের পূর্বের দাম বহাল থাকবে। অর্থাৎ কোনো দাম বাড়েনি।’
বিইআরসির চেয়ারম্যান বলেন, পাইকারি পর্যায়ে বিদ্যুতের মূল্য বৃদ্ধি না করায় জনমনে এক ধরনের স্বস্তি নেমে আসে। কারণ, পাইকারি পর্যায়ে দাম না বাড়ার কারণে গ্রাহক পর্যায়েও আপাতত দাম বাড়ানোর সম্ভাবনা নেই।
এর আগে গত মঙ্গলবার বিকেলে এক বিজ্ঞপ্তিতে পাইকারি পর্যায়ে বিদ্যুতের নতুন দাম ঘোষণা নিয়ে বৃহস্পতিবার সংবাদ সম্মেলনের কথা জানায় বিইআরসি।
বিজ্ঞপ্তিতে বলা হয়, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে (বাবিউবো) বিদ্যুতের পাইকারি মূল্যহার পরিবর্তনের প্রস্তাব বা আবেদন সম্পর্কিত কমিশন আদেশ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় ভার্চুয়াল সংবাদ সম্মেলনের মাধ্যমে ঘোষণা করা হবে।
এর আগে ২ অক্টোবর বিইআরসির চেয়ারম্যান মো. আব্দুল জলিল জানিয়েছিলেন, আগামী ১৩-১৪ অক্টোবরের মধ্যে বিদ্যুতের পাইকারি দাম বাড়ানো হবে।