প্রচ্ছদ ›› বাণিজ্য

বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

নিজস্ব প্রতিবেদক
২৫ আগস্ট ২০২২ ২১:০১:২৬ | আপডেট: ২ years আগে
বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ কেন্দ্রীয় ব্যাংকের

জ্বালানি তেল সংকটের মধ্যে বিদ্যুৎ সাশ্রয়ের জন্য সরকারের পদক্ষেপের অংশ হিসেবে ব্যাংকগুলোকে সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধের নির্দেশ দিয়েছে বাংলাদেশ ব্যাংক।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক বুধবার তফসিলি ব্যাংকগুলোর ব্যবস্থাপনা পরিচালকদের কাছে চিঠি দেয়। বিজনেস পোস্ট চিঠির একটি অনুলিপি পেয়েছে।

বাংলাদেশ ব্যাংকের পরবর্তী নির্দেশনা না দেয়া পর্যন্ত সন্ধ্যাকালীন ব্যাংকিং বন্ধ রাখতে বলা হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোঃ সিরাজুল ইসলাম বিজনেস পোস্টকে বলেন, বিদ্যুৎ বাঁচাতে সরকারের পদক্ষেপ অনুযায়ী সব ব্যাংককে সান্ধ্যকালীন ব্যাংকিং বন্ধ রাখতে নির্দেশ দেয়া হয়েছে। 

তিনি আরও বলেন, এখন বেশিরভাগ ব্যাংক ব্যবসা কেন্দ্র এবং শিল্প এলাকায় তাদের শাখাগুলো সান্ধ্যকালীন ব্যাংকিং পরিচালনা করে থাকে।

তবে, ব্যাংকগুলো শনিবারে বন্দর এবং শিল্প এলাকায় তাদের ব্যাংকিং কার্যক্রম পরিচালনা করতে পারবে।