প্রচ্ছদ ›› বাণিজ্য

বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে আইটি খাত

আনিসুর রহমান সুমন
১৬ জানুয়ারি ২০২৩ ১৭:৪৪:৪২ | আপডেট: ২ years আগে
বিনিয়োগকারীদের আগ্রহের শীর্ষে আইটি খাত

দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার ৭১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। এ পরিমাণ লেনেদেনের ২০.৫৭ শতাংশই আইটি খাতের ১০টি কোম্পানি দখলে । গতকাল ডিএসই’র মোট লেনেদেনের ২০.৪৪ শতাংশই ছিল এ খাতের।

এ তলিকার দ্বিতীয় অবস্থানে ছিল ওষুধ খাতে। আজ এ খাতে ডিএসই’র ১৪.৯২ শতংশ লেনদেন সম্পন্ন হয়।

অপরদিকে গত সপ্তাহের লেনদেনের শীর্ষে থাকা কোম্পানিগুলোর মধ্যে আইটি দুইটি কোম্পানি ডিএসই’র মোট লেনদেনের ৭.৪৮ শতাংশ লেনদেন করেছিল। কোম্পানিগুলো হলো জেনেক্স ইনফোসিস এবং এডিএন টেলিকম।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

ডিএসইতে আজ আইটি খাতের ১১ টি কোম্পানির মধ্যে ১০ টি কোম্পানির লেনদেন হয়েছে। পাশাপাশি এ খাতের ৬ টি বা ৬০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছে।

গতকাল আইটি খাতের ১১ টি কোম্পানির মধ্যে ১০ টি কোম্পানির লেনদেন হয়ছিল । একটি কোম্পানির লেনদেন বন্ধ ছিল। অপরদিকে এ খাতের ৮ টি কোম্পানি বা ৮০ শতাংশ কোম্পানির শেয়ার দর বেড়েছিল।

গতকালের মতো আজও দর বাড়ার শীর্ষ তালিকা বা টপ টেন গেইনার তালিকায় ছিল আইটি খাতের দুই কোম্পানি। কোম্পনিগুলো হলো বিডিকম অনলাইন এবং জেনেক্স ইনফোসিস। কোম্পানিদুটোর শেয়ার দর গতকালেও তুলনায় বেড়েছে যথাক্রমে ৮.৯৪ শতাংশ এবং ৫.১৫ শতাংশ।

সোমবার ডিএসইতে লেনদেনের শীর্ষে উঠে এসেছে আইটি খাতের জেনেক্স ইনফোসিস লিমিটেড। আজ কোম্পানিটির ৬৪ কোটি ৯১ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে।

আজ ডিএসইতে ৭১৩ কোটি ৭৬ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছে। আজ ডিএসইতে আগের দিন থেকে ২ কোটি ৪৭ লাখ টাকা বেশি লেনদেন হয়েছে। গতকাল ডিএসইতে ৭১১ কোটি ২৯ লাখ টাকার শেয়ার লেনদেন হয়েছিল।

সোমবার ডিএসই’র প্রধান সূচক ডিএসইএক্স ৪ পয়েন্ট কমে অবস্থান করছে ৬ হাজার ২৪৬ পয়েন্টে। অন্য সূচকগুলোর মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ২ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৩৬২ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ২ হাজার ২০১ পয়েন্টে।

আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৬১টির, কমেছে ১১৬টির এবং অপরিবর্তিত রয়েছে ১৭৫টির।