প্রচ্ছদ ›› বাণিজ্য

বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি অনাগ্রহ জনতা ইন্স্যুরেন্সে

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২২ ১৮:৪৪:৪৬ | আপডেট: ৩ years আগে
বিনিয়োগকারীদের সবচেয়ে বেশি অনাগ্রহ জনতা ইন্স্যুরেন্সে

ঈদুল আজহা পরবর্তী প্রথম কার্যদিবস মঙ্গলবার (১২ জুলাই) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনে অংশ নেয়া প্রতিষ্ঠানগুলোর মধ্যে জনতা ইন্স্যুরেন্সের শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের অনাগ্রহ ছিল সবচেয়ে বেশি।

ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে।

আজ কোম্পানিটির শেয়ার দর ২.৩০ টাকা বা ৬.৫৯ শতাংশ কমেছে। এর মাধ্যমে জনতা ইন্স্যুরেন্স ডিএসইর টপটেন লুজার তালিকার শীর্ষে উঠে আসে।

এদিন ডিএসইতে টপটেন লুজার তালিকায় উঠে আসা অন্য কোম্পানিগুলোর মধ্যে প্রগতি লাইফ ইন্স্যুরেন্সের ৫.৫১ শতাংশ এবং নিটল ইন্স্যুরেন্সের শেয়ার দর ২ শতাংশ কমেছে।

এ তালিকায় থাকা অন্য কোম্পানিগুলো হচ্ছে সোনালী পেপার কেঅ্যান্ডকিউ, দুলামিয়া কটন, স্ট্যান্ডার্ড সিরামিক, মনোস্পুল পেপার, রিলায়েন্স ইন্স্যুরেন্স, এবং ওরিয়ন ইনফিউশন।