ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) রোববার বিমা ও নন-ব্যাংকিং আর্থিক প্রতিষ্ঠান (এনবিএফআই) খাতের কোম্পানিগুলোর শেয়ারের দরপতনে শেষ হয়েছে লেনদেন।
এদিন পাট ছাড়া বাকি সব খাতের লেনদেনই শেষ হয়েছে নেতিবাচক প্রবণতায়।
ডিএসই সূত্র জানায়, রোববার লেনদেন শেষে ডিএসই’র প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ৬৪ পয়েন্ট বেড়ে অবস্থান করছে ৬ হাজার ৯২৬ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস বা শরীয়াহ সূচক ৯ পয়েন্ট কমে অবস্থান করছে ১ হাজার ৪৯৮ পয়েন্টে এবং ডিএসই৩০ সূচক দশমিক ২৮ পয়েন্ট কমে অবস্থান করছে ২ হাজার ৫৪৫ পয়েন্টে।