প্রচ্ছদ ›› বাণিজ্য

বিশ্ববাজারে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে ডলার

আন্তর্জাতিক ডেস্ক
২৯ আগস্ট ২০২২ ১৯:৩৯:২৩ | আপডেট: ২ years আগে
বিশ্ববাজারে ২০ বছরের মধ্যে সর্বোচ্চ দামে ডলার

গত ২০ বছরের মধ্যে সর্বোচ্চ অবস্থানে পৌঁছেছে মার্কিন ডলারের দাম।

সোমবার বিশ্বের অনেক দেশের মুদ্রার বিপরীতে ডলারের রেকর্ড দর বৃদ্ধি লক্ষ করা গেছে।

এদিন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় ব্যাংক ফেডারেল রিজার্ভ সিস্টেমের মুদ্রার মানসূচকে ডলারের সূচক ১০৯ দশমিক ৪৮ পয়েন্টে পৌছায়। যা গত দুই দশকের মধ্যে সর্বোচ্চ।

ফেডারেল রিজার্ভ সিস্টেমের মানসূচকের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক বাজারে ডলারের সবথেকে বড় প্রতিযোগী মুদ্রা ইউরোর দর কমেছে দশমিক ২৫ শতাংশ। তবে সরকারি ছুটির কারণে এদিন বন্ধ ছিল লন্ডনের বাজার।

অপরদিকে জাপানের মুদ্রা ইয়েনের চেয়ে দশমিক ৮ শতাংশ এগিয়ে আছে ডলার। এছাড়াও অস্ট্রেলিয়ান ডলারের দরও মার্কিন ডলারের বিপরীতে দশমিক ৬৮ শতাংশ কমেছে।

অস্ট্রেলিয়াভিত্তিক ব্যাংক কমনওয়েলথ ব্যাংক অব অস্ট্রেলিয়ার কারেন্সি স্ট্র্যাটেজি অ্যান্ড ইন্টারন্যাশনাল ইকোনমিক্স বিভাগের জ্যেষ্ঠ সহযোগী অর্থনীতিবিদ ক্যারোল কং বলেন, চলতি সপ্তাহের শেষ নাগাদ ডলারের মান ১১০ পয়েন্ট ছুঁতে পারে।