প্রচ্ছদ ›› বাণিজ্য

বিশ্ববাণিজ্যে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে

নিজস্ব প্রতিবেদক
১৭ এপ্রিল ২০২২ ২০:১৪:৩৮ | আপডেট: ৩ years আগে
বিশ্ববাণিজ্যে বেসরকারি খাতকেও এগিয়ে আসতে হবে
সংগৃহীত

২০২৬ সালে বাংলাদেশ এলডিসি থেকে উত্তরণ লাভ করবে বলে জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, বিশ্ববাণিজ্যে সক্ষমতা অর্জনে সরকারের পাশাপাশি বেসরকারি খাতকেও সমান তালে এগিয়ে আসতে হবে।

রোববার রাজধানীর শেরেবাংলা নগরস্থ পর্যটন ভবনে বাণিজ্য মন্ত্রণালয় আয়োজিত এক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে এ কথা বলেন মন্ত্রী।

তিনি বলেন, এলডিসি গ্রাজুয়েশনের পর অনেক বাণিজ্য সুবিধা থাকবে না। তবে উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে বাংলাদেশকে এগিয়ে যেতে হবে।

তিনি আরও বলেন, আসন্ন চ্যালেঞ্জ মোকাবেলার জন্য আমাদের তৈরী হতে হবে। কাজ করতে হবে গভীরভাবে। বুঝে ও জেনে সামনে এগিয়ে যেতে হবে। এ চ্যালেঞ্জ মোকাবেলার জন্য অভিজ্ঞতা প্রয়োজন। অভিজ্ঞতা ও দক্ষতাকে কাজে লাগিয়ে আমাদের এ চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে।

মন্ত্রী বলেন, ‘ইউরোপিয়ান ইউনিয়ন আমাদের জিএসপি প্লাস বাণিজ্য সুবিধা দিলেও অনেক শর্ত পূরণ করতে হবে। বাণিজ্য সুবিধা আদায় করতে পিটিএ বা এফটিএ এর মতো বাণিজ্য চুক্তি করতে হবে। এজন্য সাময়িকভাবে আমরা কিছু শুল্ক হারালেও দীর্ঘ মেয়াদে আমরা লাভবান হবো।’

টিপু মুনশি বলেন, উন্নত বিশ্বের সাথে প্রতিযোগিতা করে টিকতে হলে যোগ্য ও দক্ষ মানুষ গড়ে তুলতে হবে। বিদেশী দক্ষ জনশক্তির উপর নির্ভর করলে চলবে না।

তিনি বলেন,আমাদের কাজ আমাদেরই দক্ষতার সাথে করতে হবে। যোগ্য ও দক্ষ মানুষগুলোকে কাজে লাগিয়ে দক্ষ জনশক্তি তৈরী করতে হবে। আমাদের সক্ষমতা অর্জনের বিকল্প নেই। এলডিসি’র চ্যালেঞ্জ মোকাবেলায় সর্বাধিক গুরুত্ব দিয়ে তৈরী হতে হবে।