প্রচ্ছদ ›› বাণিজ্য

বিশ্বব্যাংকের প্রেসিডেন্টকে

পদ্মা সেতুর পেইন্টিং উপহারের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৫ মে ২০২৩ ১৭:১৩:৩৭ | আপডেট: ২ years আগে
পদ্মা সেতুর পেইন্টিং উপহারের বিষয়ে যা বললেন প্রধানমন্ত্রী

সম্প্রতি বিশ্বব্যাংক প্রেসিডেন্ট ডেভিড মালপাসকে পদ্মা সেতুর একটি বাঁধাই করা ছবি উপহার দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সে ছবিটি উপহার দেওয়ার পর শুরু হয় আলোচনা। অনেকেই তখন বলেন, ছবিটি উপহার দেয়ার মাধ্যমে বিশ্বব্যাংক পদ্মা সেতুতে অর্থায়ন না করার জবাব দিয়েছেন প্রধানমন্ত্রী। তবে এ বিষয়ে নিজেই জবাব দিয়েছেন শেখ হাসিনা।

সোমবার জাপান-যুক্তরাষ্ট্র-যুক্তরাজ্য সফর নিয়ে করা সংবাদ সম্মেলনে এ জবাব দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বিশ্বব্যাংকের প্রধানকে কোন চিন্তা থেকে পদ্মা সেতুর ছবি উপহার দিয়েছেন- এক সাংবাদিক বিষয়টি জানতে চাইলে প্রধানমন্ত্রী বলেন, ‘পেইন্টিং আমি এই জন্য নিয়ে গেছি যে আমাদের দেশে যে খুব ভালো পেইন্টার আছে, যারা খুব চমৎকার পেইন্টিং করতে পারেন সেইটা জানানোর জন্য। বিশ্বের কারও যদি পেইন্টিং প্রয়োজন হয় আমাদের কাছে চাইতে পারবে।’

তিনি বলেন, ‘আর পেইন্টিংয়ের বিষয়বস্তুটা এই জন্য করেছি যে বাংলাদেশের মানুষের জন্য সচে থেকে প্রিয় জায়গাটা হচ্ছে পদ্মা সেতু। এটাই, আর কিছু না সেখানে। অন্য কোনো উদ্দেশ্য নেই।’

এর আগে, গত ১ মে যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসির বিশ্বব্যাংক সদর দপ্তরে সংস্থাটির প্রেসিডেন্টের হাতে পদ্মা সেতুর ছবি তুলে দেন প্রধানমন্ত্রী। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনা পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিযে উজ্জলতর ভবিষ্যত বিনির্মাণে বিশ্ব ব্যাংককে এক সঙ্গে কাজ করার আহ্বান জানান।
বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাসের হাতে পদ্মা সেতুর ছবি তুলে দেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা

প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং বিশ্বব্যাংকের প্রেসিডেন্ট ডেভিড মালপাস যৌথভাবে এ ছবি প্রদর্শনীর উদ্বোধন করেন। এ সময় তারা প্রদর্শনীর কিছু অংশ ঘুরে দেখেন।

প্রধানমন্ত্রী শেখ হাসি বলেন, ‘আশা করি, স্মার্ট বাংলাদেশ গড়ার রোমাঞ্চকর যাত্রায় বিশ্বব্যাংক আমাদের সঙ্গে থাকবে। আসুন পারস্পরিক বিশ্বাসের মনোভাব নিয়ে উজ্জলতর ভবিষ্যতের জন্য এক সঙ্গে কাজ করি।’

একটি অন্তর্ভুক্তিমূলক প্রবৃদ্ধির ভিশনের জন্য বিশ্ব ব্যাংক এবং অন্যান্য উন্নয়ন সহযোগীদের ধন্যবাদ জানান তিনি।

সরকার প্রধান বলেন, ‘আমাদের অভিন্ন শত্রু হলো ক্ষুধা এবং দারিদ্র। এ দুটো জয় না করা পর্যন্ত আমাদের বিশ্রাম নেই।’