প্রচ্ছদ ›› বাণিজ্য

‘বিশ্ব বাজারে তেল, এলএনজির মূল্যবৃদ্ধির প্রভাব দেশেও পড়েছে’

নিজস্ব প্রতিবেদক
১২ জুন ২০২২ ২১:৩৯:৩৭ | আপডেট: ৩ years আগে
‘বিশ্ব বাজারে তেল, এলএনজির মূল্যবৃদ্ধির প্রভাব দেশেও পড়েছে’

বাড়তি মূল্যে তেল ও এলএনজি ক্রয় বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব ফেলছে বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

তিনি বলেন, বিশ্ব অর্থনীতিতে রাশিয়া-ইউক্রেন যুদ্ধের নেতিবাচক প্রভাব বহুমাত্রিক, সেই প্রভাব বাংলাদেশেও রয়েছে।

রোববার জাতীয় সংসদে সিলেট-২ আসনের নির্বাচিত গণফোরামের সংসদ সদস্য মোকাব্বির খানের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা বলেন।

ড.মোমেন বলেন, জ্বালানি ও এলপিজির মূল্যবৃদ্ধির কারণে জনগণ যাতে ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য সরকারি ভর্তুকি বাড়ানো হচ্ছে, যা সামগ্রিক বাজেটের ওপর চাপ সৃষ্টি করছে। এছাড়া বর্ধিত মূল্যে তেল ও এলএনজি আমদানি বৈদেশিক মুদ্রার রিজার্ভে নেতিবাচক প্রভাব ফেলছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ ব্যাংক এরই মধ্যে রেমিটেন্স বাড়াতে কিছু বাস্তবমুখী পদক্ষেপ নিয়েছে। এছাড়া মার্কিন ডলারের বিপরীতে টাকার মান যুক্তিসঙ্গত রাখতে সরকারি কর্মকর্তাদের সব ধরনের এক্সপোজার ভিজিট, স্টাডি ট্যুর, ওয়ার্কশপ ও সেমিনার বন্ধ করা হয়েছে। ব্যাংকারদের ক্ষেত্রেও একই উদ্যোগ নেয়া হয়েছে।

পররাষ্ট্রমন্ত্রী বলেন, জানুয়ারিতে বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুড অয়েলের দাম ব্যারেল প্রতি ৫৬ মার্কিন ডলার ছিল যা এখন ১২০ মার্কিন ডলারের বেশি হয়েছে।