জীবন বীমা এবং নন-লাইফ বীমা কোম্পানিগুলোর প্রধান নির্বাহী কর্মকর্তাদের জন্য বেতন ভাতার বাইরে অতিরিক্ত সুবিধা নিষিদ্ধ করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রক কর্তৃপক্ষ (আইডিআরএ)।
সোমবার আইডিআরএ এর চেয়ারম্যান মোহাম্মদ জয়নুল বারী স্বাক্ষরিত একটি চিঠি দেশের সমস্ত জীবন ও নন-লাইফ বীমা কোম্পানির চেয়ারম্যানদের কাছে পাঠিয়েছে।
এতে বলা হয়, কিছু বীমা কোম্পানির প্রধান নির্বাহী কর্মকর্তারা তাদের বেতন-ভাতার বাইরে অতিরিক্ত সুবিধা নিচ্ছেন, যা বীমা আইন ২০১০ এর পরিপন্থী। এসব কোম্পানির বিরুদ্ধে বীমা আইন ২০১০ অনুযায়ী কঠোর ব্যবস্থা নেয়া হবে।
চিঠিতে আরও বলা হয়েছে, কিছু বীমা কোম্পানির সিইও তাদের বেতন-ভাতার বাইরেও বিভিন্ন সুবিধা নিচ্ছেন, যেমন পারফরম্যান্স বোনাস, লাভ বোনাস, অতিথি ভাতা এবং প্রভিডেন্ট ফান্ড। এটা বীমা আইনের পরিপন্থী।
আইডিআরএ বীমা খাতে স্বচ্ছতা নিশ্চিত করতে এবং পলিসিধারীদের স্বার্থ রক্ষার জন্য এ নির্দেশনা জারি করেছে।
আইডিআরএ-এর একজন কর্মকর্তা বলেন, বীমা কোম্পানিগুলোর ব্যবস্থাপনা ব্যয় অনেক বিদেশের তুলনায় তুলনামূলকভাবে বেশি। বিগত কয়েক বছরে, আইডিআরএ কর্তৃক আরোপিত বিভিন্ন পদক্ষেপ এবং জরিমানার কারণে অতিরিক্ত খরচ কিছুটা কমেছে।