প্রচ্ছদ ›› বাণিজ্য

বৃহস্পতিবার প্রত্যাহার হচ্ছে শিপ ব্রেকিংয়ের ধর্মঘট

নিজস্ব প্রতিবেদক
১০ নভেম্বর ২০২১ ১৮:০৯:০০ | আপডেট: ৩ years আগে
বৃহস্পতিবার প্রত্যাহার হচ্ছে শিপ ব্রেকিংয়ের ধর্মঘট

চারটি প্রতিষ্ঠানের ভ্যাট সংক্রান্ত জব্দকৃত নথি ফেরত ও হয়রানি বন্ধের আশ্বাসে সীতাকুণ্ডের শিপ ব্রেকিং কারখানার ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। ফলে বৃহস্পতিবার সকাল থেকেই শিপ ইয়ার্ডসমূহ আবারও চালু হতে যাচ্ছে।

বুধবার বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশনে (বিএসবিআরএ) অনুষ্ঠিত সভা শেষে এ তথ্য জানান সংগঠনটির নেতৃবৃন্দ।

বিএসবিআরএর সহকারী সচিব নাজমুল ইসলাম বলেন, সকালে আমাদের নেতৃবৃন্দের সাথে ভ্যাট ও কাস্টমস কর্মকর্তাদের বৈঠক হয়েছে। তারা জানিয়েছে তদন্তের স্বার্থে চারটি প্রতিষ্ঠানের নথিপত্র নেয়া হয়েছিল। সেগুলো আজ ফেরত দেয়া হবে। শিপ ব্রেকিং মালিক ও কাস্টমস কর্মকর্তাদের মধ্যে ভুল বুঝাবুঝির কারণে ধর্মঘট ডাকা হয়েছিল। সেটি প্রত্যাহার করা হয়েছে। আগামীকাল সকাল থেকে সব ইয়ার্ডে কাজ শুরু হবে।

এর আগে বিএসবিআরএ নেতৃবৃন্দ অভিযোগ করেছিলেন, কোনো প্রকার নোটিশ না দিয়ে চারটি ইয়ার্ডে একযোগে অভিযান চালিয়ে কাস্টম, এক্সাইজ ও ভ্যাট কমিশনের গঠিত তিনটি দল। তারা পৃথক পৃথক জাহাজভাঙা কারখানায় গিয়ে কারখানার নথিপত্র ও কম্পিউটার জব্দ করে নিয়ে যায়। যার প্রেক্ষিতে বুধবার সকাল অনির্দিষ্টকালের জন্য সীতাকুণ্ডের সব কটি জাহাজভাঙা কারখানা বন্ধ ঘোষণা করেছিল বাংলাদেশ শিপ ব্রেকার্স অ্যান্ড রিসাইক্লার্স অ্যাসোসিয়েশন (বিএসবিআরএ)।

নথিপত্র জব্দ করা কারখানাগুলো হলো ভাটিয়ারী স্টিল শিপব্রেকিং ইয়ার্ড, প্রিমিয়ার ট্রেড করপোরেশন, মাহিনুর শিপব্রেকিং ইয়ার্ড ও এসএন করপোরেশন।