প্রচ্ছদ ›› বাণিজ্য

বেপজা ও এমটিবি’র চুক্তি স্বাক্ষর

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২১ ১২:৩৮:১৮ | আপডেট: ৩ years আগে
বেপজা ও এমটিবি’র চুক্তি স্বাক্ষর

চট্টগ্রামের মিরসরাইতে এটিএম বুথ এবং উপ-শাখা স্থাপনের লক্ষ্যে চুক্তি স্বাক্ষর করেছে বাংলাদেশ রপ্তানী প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষ (বেপজা) এবং মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক লিমিটেড (এমটিবি)।

রোববার রাজধানী ঢাকার বেপজা কমপ্লেক্সে এ চুক্তি স্বাক্ষরিত হয়।

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল মোঃ নজরুল ইসলাম, এসপিপি, এনডিইউ, এএফডব্লিউসি, পিএসসি, জি এর উপস্থিতিতে বেপজার সদস্য (প্রকৌশল ও বিনিয়োগ উন্নয়ন-অতিরিক্ত দায়িত্ব) মোহাম্মদ ফারুক আলম এবং এমটিবি-এর উপ-ব্যবস্থাপনা পরিচালক খালিদ মাহমুদ খান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এই ইজারা চুক্তিতে স্বাক্ষর করেন।

উল্লেখ্য বেপজা অর্থনৈতিক অঞ্চলে প্লট বরাদ্দ শুরুর পর এ প্রথম সহায়ক প্রতিষ্ঠান হিসেবে বিনিয়োগকারীদের ব্যাংকিং সুবিধা প্রদানের লক্ষ্যে এমটিবির সাথে এ চুক্তি স্বাক্ষর করল বেপজা।

একইদিনে কুমিল্লা ইপিজেডেও এটিএম বুথ এবং উপ-শাখা স্থাপনে বেপজা এবং এমটিবি চুক্তি স্বাক্ষর করে।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে এমটিবি-র ব্যবস্থাপনা পরিচালক এবং সিইও সৈয়দ মাহবুবুর রহমানসহ বেপজার সদস্য (অর্থ) নাফিসা বানু, সচিব মোঃ জাকির হোসেন চৌধুরী, মহাব্যবস্থাপক (জনসংযোগ) নাজমা বিনতে আলমগীর, মহাব্যবস্থাপক (বিনিয়োগ উন্নয়ন) মো: তানভীর হোসেন এবং বেপজা অর্থনৈতিক অঞ্চলের প্রকল্প পরিচালক মো: হাফিজুর রহমান উপস্থিত ছিলেন।