২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেট ঘোষণার পর ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) প্রথম কার্যদিবস রোববার পতনে শেষ হয়েছে লেনদেন।
এদিন ডিএসিইতে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর কমেছে। সেই সঙ্গে কমেছে ডিএসই'র সবগুলো সূচক।
বৃহস্পতিবার ডিএসই'র প্রধান সূচক ডিএসইএক্স কমেছে ৪৮.৮৪ পয়েন্ট। আজ এ সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪৩১ দশমিক ৪৬ পয়েন্টে।
অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ১০.৬৬ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১ হাজার ৪০৩ দশমিক ০৭ পয়েন্টে। ডিএসই৩০ ইনডেক্স কমেছে ১৭.৭৩ পয়েন্ট। আজ এ সূচকটির সর্বশেষ অবস্থান ছিল ২ হাজার ৩৩৪ দশমিক ৬৪ পয়েন্ট।
রোববার ডিএসইতে লেনদেন হয়েছে ৬৩৬ কোটি ৪০ লাখ টাকার শেয়ার। যেখানে গতকাল লেনদেন হয়েছিল ৭৫৮ কোটি ২৬ লাখ টাকার।
আজ ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ৫৩ টির, কমেছে ৩০৬ টির এবং অপরিবর্তিত ছিল ১৯ টি কোম্পানির শেয়ার দর।
এর আগে বৃহস্পতিবার জাতীয় সংসদে প্রস্তাবিত ৫১ তম বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আ হ ম মোস্তফা কামাল। এবারের প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকা। এটি বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় আকারের বাজেট। এই বাজেটের ঘাটতি ধরা হচ্ছে ২ লাখ ৪১ হাজার ৭৯৩ কোটি টাকা। আর অনুদান ছাড়া ঘাটতির পরিমাণ দাঁড়াবে ২ লাখ ৪৫ হাজার ৬৪ কোটি টাকা। যা জিডিপির ৫.৫ শতাংশ।