প্রচ্ছদ ›› বাণিজ্য

বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে বেড়েছে সূচক

নিজস্ব প্রতিবেদক
০৫ জুন ২০২২ ১৫:৫৭:৫২ | আপডেট: ৩ years আগে
বেশিরভাগ কোম্পানির দর বৃদ্ধিতে বেড়েছে সূচক

গত কার্যদিবসের ধারাবাহিকতায় আজ রোববারও উত্থান হয়েছে পুঁজিবাজারে। আজকের উত্থান নিয়ে টানা সাত কার্যদিবস উত্থানে রয়েছে পুঁজিবাজার।

এদিন পুঁজিবাজারের সব সূচক বেড়েছে। সূচকের সাথে টাকার পরিমাণে লেনদেন এবং অধিকাংশ কোম্পানির শেয়ারদরও বেড়েছে।

রোববার দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) প্রধান সূচক ডিএসইএক্স ৪৫.৮৬ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ৬ হাজার ৪৯৭.৩৯ পয়েন্টে।

ডিএসইর অপর সূচকগুলোর মধ্যে শরিয়াহ সূচক ১০.৩৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে এক হাজার ৪২৬.০৭ পয়েন্টে। আর ডিএসই-৩০ সূচক ১৮.১১ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে দুই হাজার ৩৭৩.৮০ পয়েন্টে।

ডিএসইতে আজ টাকার পরিমাণে লেনদেন হয়েছে ৯৫০ কোটি ১০ লাখ টাকার। যা আগের কার্যদিবস থেকে ৭৫ কোটি টাকা বেশি। আগের কার্যদিবস লেনদেন হয়েছিল ৮৭৫ কোটি ১০ লাখ টাকার।

ডিএসইতে লেনদেনকৃত শেয়ারগুলোর মধ্যে ২০২ টি কোম্পানির শেয়ার ও ইউনিট দর বেড়েছে। দর কমেছে ১২৪ টির এবং অপরিবর্তিত রয়েছে ৫২ টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দর।

অপর পুঁজিবাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে(সিএসই) আজ ২০ কোটি ৬৭ লাখ টাকার শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে।