সপ্তাহের তৃতীয় কর্মদিবস মঙ্গলবার সূচকের উত্থানে শুরু হয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) লেনদেন। এদিন ডিএসই’র সব সূচকই বেড়েছে, সেই সাথে বেড়েছে লেনদেনকৃত বেশিরভাগ কোম্পানির শেয়ার দর।
লেনদেন শুরুর আধা ঘণ্টায় ডিএসই,র প্রধান সূচক ডিএসইএক্স বেড়েছে ১১.৬০ পয়েন্ট। এ সময় সূচকটির অবস্থান ছিল ৬ হাজার ৪০৩.৫৯ পয়েন্টে।
আলোচ্য সময়ে অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস ২.৮৫ পয়েন্ট বেড়ে দাঁড়িয়েছে ১ হাজার ৩৯৭ দশমিক ৬৮ পয়েন্টে এবং ডিএসই৩০ ইনডেক্স বেড়েছে ১.২৫ পয়েন্ট।
মঙ্গলবার আধা ঘণ্টায় ডিএসইতে লেনদেনকৃত কোম্পানিগুলোর মধ্যে দর বেড়েছে ১৯৮ টির, কমেছে ৯০ টির এবং অপরিবর্তিত ছিল ৪৯ টি কোম্পানির শেয়ার দর। এ সময়ে ডিএসইতে ৯০ কোটি ২৬ লাখ টাকার লেনদেন হয়েছে।