প্রচ্ছদ ›› বাণিজ্য

বেশিরভাগ খাতের দরপতন, আরও কমলো লেনদেন

নিজস্ব প্রতিবেদক
১১ এপ্রিল ২০২২ ১৪:৪৭:০৮ | আপডেট: ৩ years আগে
বেশিরভাগ খাতের দরপতন, আরও কমলো লেনদেন

ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার আর্থিক প্রতিষ্ঠান, প্রকৌশল, টেক্সটাইল, খাদ্যসহ বেশিরভাগ খাতের কোম্পানির শেয়ারের দর কমেছে। এতে তিনটি সূচকেরই পতনে শেষ হয়েছে লেনদেন। এদিন গতকালের তুলনায় আরও কমেছে লেনদেন। 

লেনদেন শেষে প্রকৌশলে ৭১ শতাংশ, টেক্সটাইলে ৭৬ শতাংশ, ওষুধ খাতে ৬১ শতাংশ কোম্পানির শেয়ার দর কমেছে।

এছাড়া, আর্থিক প্রতিষ্ঠানে ৫৪ শতাংশ, আইটিতে ৮১ শতাংশ, বিমা খাতে ৬৭ শতাংশ কোম্পানির দর কমেছে।

দিন শেষে ডিএসই প্রধান সূচক ডিএসইএক্স ২৩ পয়েন্ট কমে দাঁড়ায় ৬ হাজার ৬৩৮ পয়েন্টে। ডিএসইএস বা শরিয়াহ সূচক ৫ পয়েন্ট কমে পৌঁছায় ১ হাজার ৪৫৪ পয়েন্টে এবং ডিএস৩০ সূচক ৬ পয়েন্ট কমে দাঁড়ায় ২ হাজার ৪৫১ পয়েন্টে।

সোমবার ডিএসইতে আরও কমেছে লেনদেন। এদিন লেনদেন হয়েছে ৫৫৭ কোটি ৪৬ লাখ টাকার শেয়ার। গতকাল লেনদেন হয়েছিল ৬৪৩ কোটি ৫৬ লাখ টাকার শেয়ার

আজ ডিএসইতে ৩৮১টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের শেয়ার লেনদেন হয়েছে। এর মধ্যে দর বেড়েছে ৯১টির, কমেছে ২৩৪টির এবং অপরিবর্তিত রয়েছে ৫৪টির।