সয়াবিন তেলের দাম না বাড়িয়ে উপায় ছিল না জানিয়ে বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি বলেছেন, আমরা মাত্র ১০ শতাংশ তেল উৎপাদন করি বাকি ৯০ শতাংশই বাইরে থেকে আসে। তেলের দাম নিয়ে বিভিন্ন মিডিয়ায় খবর ছাপা হলেও কোথাও বলা হচ্ছে না আন্তর্জাতিক বাজারে তেলের দাম বেড়েছে।
সোমবার সচিবালয়ে বাণিজ্য মন্ত্রণালয়ের সভাকক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলেনে এসব কথা বলেন মন্ত্রী।
তিনি বলেন, ব্যবসায়ীদের বিশ্বাস করে ভুল করেছি। তবে তেল নিয়ে কোথায় কোথায় সমস্যা হয়েছে সেটা চিহ্নিত করে আমরা প্রকাশ করব।
ভোজ্যতেল নিয়ে ব্যবসায়ীরা তাদের কথা রাখেনি বলে মন্তব্য করে মন্ত্রী বলেন, এখন পর্যন্ত তেলের সিন্ডিকেটের কোনো নমুনা পাইনি। রিটেইলার, ডিলাররা সুযোগটা নিয়েছে। কেউ যাতে সুযোগ নিতে না পারে সেদিকে আমরা সর্বোচ্চ খেয়াল রাখব।
তেলের দাম বৃদ্ধি মন্ত্রণালয়ের ব্যর্থতা কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন, আমাদের ব্যর্থতা ঠিক, কারণ (ব্যবসায়ীদের) বলেছিলাম রমজানকে সামনে রেখে দাম বাড়াবেন না। কিন্তু তারা ঈদের সাতদিন সেই কথা রাখেনি।
তেলের দাম পরবর্তীতে সমন্বয় কবে হবে জানতে চাইলে তিনি বলেন, আমরা আগে এক দেড় মাসের মধ্যে বসতাম। যখন তেলের দাম কমানোর সুযোগ থাকবে তখন আমরা আবার বসবো।
তিনি আরও বলেন, আমাদের সব অর্গানাইজেশনকে বলেছি, যে দাম নির্ধারিত আছে সেটি যেন ঠিক রাখা হয়।
আগামী জুন মাস থেকে ১ কোটি পরিবারকে টিসিবির পণ্য দেয়া হবে বলেও জানান মন্ত্রী।
সংবাদ সম্মেলনে ব্যবসায়ী প্রতিনিধি ও ভোক্তা অধিকার সংরক্ষণসহ বিভিন্ন সংস্থার প্রতিনিধিরা উপস্থিত রয়েছেন।