প্রচ্ছদ ›› বাণিজ্য

ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকরা সহযোগী প্রতিষ্ঠানের কোনো পদে থাকতে পারবেন না

নিজস্ব প্রতিবেদক
১৩ মে ২০২২ ১৫:২০:২৫ | আপডেট: ৩ years আগে
ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান ও পরিচালকরা সহযোগী প্রতিষ্ঠানের কোনো পদে থাকতে পারবেন না

এখন থেকে ব্যাংকের চেয়ারম্যান কিংবা পরিচালকরা ওই ব্যাংকেরই সহযোগী প্রতিষ্ঠান পরিচালনার কোনো পদে থাকতে পারবেন না। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের চেয়ারম্যান বা পরিচালকদের জন্যও একই নির্দেশনা জারি করেছে বাংলাদেশ ব্যাংক।

১১ ও ১২ মে পৃথক দুটি সার্কুলারে কেন্দ্রীয় ব্যাংক এ নির্দেশনা দেয়।

সার্কুলারে বলা হয়, বর্তমানে ব্যাংকের পরিচালকদের এমন কেউ দুই দায়িত্বে থাকলে তাকে ৩০ জুনের মধ্যে পদত্যাগ করে কেন্দ্রীয় ব্যাংককে জানাতে হবে। নন-ব্যাংক আর্থিক প্রতিষ্ঠানের ক্ষেত্রেও একই নির্দেশনা দেয়া হয়েছে।

নতুন এ সিদ্ধান্তের ফলে ব্যাংকের পরিচালনা পর্ষদ, নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানরা ওই ব্যাংকের অধীনে সহযোগী বা অর্থায়ন করা কোনো কোম্পানির পরিচালনায় সম্পৃক্ত হতে পারবেন না। এমনকি ব্যাংকের পরিচালিত ফাউন্ডেশনের পরিচালনায়ও সম্পৃক্ত হতে পারবেন না।

ব্যাংক-কোম্পানির পরিচালনা ও ব্যবস্থাপনায় শৃঙ্খলা নিশ্চিত করতে এমন উদ্যোগ নেয়া হয়েছে জানিয়ে সার্কুলারে আরও বলা হয়, পরিচালনা পর্ষদের চেয়ারম্যান বা পর্ষদ সদস্যগণের সমন্বয়ে গঠিত পর্ষদের সহায়ক কমিটি যথা- নির্বাহী কমিটি, অডিট কমিটি ও ঝুঁকি ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যান হিসেবে নিযুক্ত কোনো ব্যক্তি ওই ব্যাংক-কোম্পানির সাবসিডিয়ারি কোম্পানি বা ব্যাংক কোম্পানির অর্থায়নে গঠিত ও পরিচালিত কোনো কোম্পানি/প্রতিষ্ঠান বা ফাউন্ডেশন এর পরিচালনা পর্ষদ বা গভর্নিং বডি, যে নামেই অভিহিত হোক না কেন, এর চেয়ারম্যান/পরিচালক/সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হতে পারবেন না।

একবার ব্যাংক অথবা আর্থিক প্রতিষ্ঠানের পরিচালক হওয়ার পর অন্য দায়িত্ব পালন প্রসঙ্গে সার্কুলারে বলা হয়, কোনো ব্যক্তি ব্যাংক-কোম্পানির শেয়ারহোল্ডার পরিচালক বা মনোনীত/প্রতিনিধি পরিচালক বা স্বতন্ত্র পরিচালক হিসেবে ন্যূনতম ১ বছর মেয়াদে দায়িত্ব পালন করলে উক্ত মেয়াদপূর্তি বা অবসর বা অব্যাহতির পর ওই ব্যক্তি কখনোই ঐ ব্যাংকের নিয়মিত বা চুক্তিভিত্তিক কোনো পদে নিয়োগ/নিযুক্ত হতে পারবেন না।

সার্কুলারে সব ব্যাংক ও এনবিএফআইকে তাদের পরবর্তী পরিচালনা পর্ষদের সভায় বিষয়টি বিষয়বস্তু উপস্থাপন করে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে নির্দেশ দেয়া হয়েছে।

ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১ এর ২৩(১) (ক) ধারা অনুযায়ী, কোনো ব্যক্তি কোনো ব্যাংকের পরিচালক হলে একই সময়ে তিনি অন্য কোনো ব্যাংক বা আর্থিক প্রতিষ্ঠান বা বিমা কোম্পানির পরিচালক হতে পারবেন না।