প্রচ্ছদ ›› বাণিজ্য

বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু

নিজস্ব প্রতিবেদক
০২ ফেব্রুয়ারি ২০২২ ১১:১২:০৩ | আপডেট: ৩ years আগে
বড় উত্থানে পুঁজিবাজারে লেনদেন শুরু

সূচকের বড় উত্থানের মধ্যদিয়ে বুধবার দেশের পুঁজিবাজারে লেনদেন চলছে। লেনদেনের প্রথম আধা ঘণ্টায় দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) সূচক বেড়েছে ৪৩ পয়েন্ট। 

ডিএসইর তথ্য অনুযায়ী, বুধবার সকাল ১০টা থেকে ১০টা ৩০ মিনিট পর্যন্ত সময়ে ৩৩৫টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট লেনদেন হয়েছে। এর মধ্যে ২৬০টি প্রতিষ্ঠানের শেয়ারের দাম বেড়েছে, কমেছে ৩৮টির ও অপরিবর্তিত রয়েছে ৩৭টির দাম।

এ সময়ে ডিএসইর প্রধান সূচক ডিএসইএক্স ৪৩ পয়েন্ট বেড়ে ৭ হাজার ৪১ পয়েন্টে দাঁড়িয়েছে। অপর দুই সূচকের মধ্যে ডিএসইএস সূচক বেড়েছে ৯ পয়েন্ট। ডিএস-৩০ সূচক আগের দিনের চেয়ে ১২ পয়েন্ট বেড়েছে। এ সময়ে ডিএসইতে লেনদেন হয়েছে ১৮৮ কোটি ২০ লাখ ৩৬ হাজার টাকা।