প্রচ্ছদ ›› বাণিজ্য

ভাড়া বাড়ালো পাঠাও

নিজস্ব প্রতিবেদক
০৮ আগস্ট ২০২২ ১৭:৩১:৪৭ | আপডেট: ৩ years আগে
ভাড়া বাড়ালো পাঠাও

দেশের বাজারে জ্বালানি তেলের দাম বাড়ায় টু-হুইলার বা বাইক ট্রিপের ভাড়া বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে দেশের শীর্ষ রাইড শেয়ারিং প্ল্যাটফর্ম পাঠাও। তবে দেশের সর্বত্র পাঠাওয়ের ‘কার শেয়ারিং’ সার্ভিস এর ভাড়া বাড়ছে না, তা আগের মতোই অপরিবর্তিত থাকছে।

রোববার (৭ আগস্ট) সকাল থেকে বাইক ভাড়ার নতুন নিয়ম কার্যকর হয়েছে। বাইকের ভাড়া গড়ে ১৬-১৮ শতাংশ করে বৃদ্ধি পেয়েছে।

নতুন নিয়ম অনুযায়ী, ঢাকায় পাঠাওয়ের বাইক শেয়ারিংয়ে কিলোমিটার প্রতি ভাড়া ১২ টাকা থেকে বাড়িয়ে ১৫ টাকা করা হয়েছে। তবে ‘বেজ ফেয়ার’ ২৫ টাকা, ‘পার মিনিট চার্জ’ ০.৫০ টাকা, ইন্স্যুরেন্স ফি ১ টাকায় অপরিবর্তিত থাকছে।

এছাড়া, সর্বনিম্ন ভাড়া ৩০টাকা থেকে বেড়ে হয়েছে ৫০টাকা।

এদিকে চট্টগ্রামে কিলোমিটার প্রতি ভাড়া ১০ টাকা থেকে বাড়িয়ে ১২.৫ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০টাকা থেকে বেড়ে হয়েছে ৪০টাকা। অন্যান্য ফি অপরিবর্তিত আছে।

আর সিলেটে কিলোমিটার প্রতি ভাড়া ৬.৫ টাকা থেকে বাড়িয়ে ৮.৫ টাকা করা হয়েছে। সর্বনিম্ন ভাড়া ৩০টাকা থেকে বেড়ে হয়েছে ৩৫টাকা। এছাড়া, অন্যান্য ফি অপরিবর্তিত আছে।

পাঠাও-এর ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী ফাহিম আহমেদ বলেন, জ্বালানির মূল্য বৃদ্ধি পেলে পরিবহনের খরচও বাড়ে। তাই পাঠাওয়ের বাইক শেয়ারিং সার্ভিসের ভাড়া বেড়েছে। সরকারি নতুন সিদ্ধান্ত বাস্তবায়নে পাঠাও প্ল্যাটফর্মের সেবাদাতা ও সেবাগ্রহীতা সকলের সহযোগিতা প্রত্যাশা করে।

এর আগে শুক্রবার দিবাগত রাত ১২টা থেকে দেশের বাজারে জ্বালানি তেলের বর্ধিত দাম কার্যকর হয়। এতে ভোক্তাপর্যায়ে ডিজেল ও কেরোসিন লিটারে ৩৪ টাকা বাড়িয়ে ৮০ থেকে ১১৪ টাকা, অকটেন লিটারে ৪৬ টাকা বাড়িয়ে ৮৯ থেকে ১৩৫ টাকা, পেট্রল লিটারে ৪৪ টাকা বাড়িয়ে ৮৬ থেকে ১৩০ টাকা করা হয়েছে।