ঢাকা ও অন্যান্য বিভাগীয় শহরে মে মাসের মাঝামাঝি সময় থেকে ওপেন মার্কেট সেলে (ওএমএস) ভোজ্যতেলসহ কয়েকটি নিত্যপ্রয়োজনীয় পণ্য বিক্রি শুরু করবে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশ (টিসিবি)।
রোববার বাণিজ্য মন্ত্রণালয়ের এক অতিরিক্ত সচিব বলেন, বিশ্ববাজারে দাম বেড়ে যাওয়ায় মন্ত্রণালয় ভোজ্যতেলসহ প্রয়োজনীয় জিনিসপত্রের দাম পুনর্নির্ধারণের জন্য কাজ করছে। প্রাথমিকভাবে দ্রব্যমূল্য নির্ধারণের পর ওএমএসের জন্য ৪০০ ট্রাক নিয়োজিত করবে টিসিবি।
তিনি বলেন, রমজান মাসে টিসিবি প্রতি লিটার সয়াবিন তেল ১১০ টাকায় বিক্রি করেছে। কিন্তু সয়াবিন ও অন্যান্য ভোজ্যতেলের দাম স্থানীয় ও বিশ্ব উভয় বাজারেই বৃদ্ধি পেয়েছে। তাই টিসিবির ভোজ্যতেল ও অন্যান্য পণ্যের দাম পুনর্নির্ধারণ করা প্রয়োজন।