প্রচ্ছদ ›› বাণিজ্য

মহাত্মা গান্ধীর জন্মদিনে বন্ধ বেনাপোল বন্দরের কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক
০২ অক্টোবর ২০২১ ১৬:০১:৫১ | আপডেট: ৩ years আগে
মহাত্মা গান্ধীর জন্মদিনে বন্ধ বেনাপোল বন্দরের কার্যক্রম

শনিবার সকাল থেকে বেনাপোল স্থলবন্দর দিয়ে ভারত-বাংলাদেশের মধ্যে আমদানি রপ্তানি বন্ধ রয়েছে।

জানা গেছে, মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিন উপলক্ষে ভারতে সরকারি ছুটি থাকায় বেনাপোল বন্দরের আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকায় আটকা পড়েছে শতশত পণ্য বোঝাই ট্রাক। যার অধিকাংশই বাংলাদেশের রপ্তানিমুখী গার্মেন্টস শিল্পের কাঁচামাল।

পেট্রাপোল বন্দরের স্টাফ ওয়েল ফেয়ার এসোসিয়েশনের সাধারণ সম্পাদক কার্তিক চন্দ্র জানান, মহাত্মা গান্ধীর ১৫৫তম জন্মদিন উপলক্ষে সরকারি ছুটি থাকায় বাংলাদেশ ও ভারতের মধ্যে আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ রয়েছে।

রোববার সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য আবারও স্বাভাবিক গতিতে চলবে বলে জানান তিনি।

বেনাপোল বন্দরের উপপরিচালক মামুন কবির তরফদার জানান, মহাত্মা গান্ধীর ১৫৫ তম জন্মবার্ষিকী উপলক্ষে সে দেশে সরকারি ছুটি থাকায় বেনাপোল পেট্রাপোল বন্দর দিয়ে শনিবার সকাল থেকে আমদানি রপ্তানি বাণিজ্য কার্যক্রম বন্ধ রয়েছে।

এদিকে বেনাপোল চেকপোস্ট পুলিশ ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ রাজু আহম্মেদ জানান, দুই দেশের মধ্যকার আমদানি রপ্তানি বাণিজ্য বন্ধ থাকলেও পাসপোর্ট যাত্রীদের পারপার স্বাভাবিক রয়েছে।