প্রচ্ছদ ›› বাণিজ্য

মানি চেঞ্জার অফিসে জালনোট শনাক্তকরণ মেশিন বসানোর নির্দেশ

নিজস্ব প্রতিবেদক
২৭ সেপ্টেম্বর ২০২১ ২০:৫৩:৪৭ | আপডেট: ৩ years আগে
মানি চেঞ্জার অফিসে জালনোট শনাক্তকরণ মেশিন বসানোর নির্দেশ

দেশের সকল অনুমোদিত এবং লাইসেন্সপ্রাপ্ত মানি চেঞ্জারদের জাল নোট শনাক্তকরণ মেশিন স্থাপনের নির্দেশ দিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

সোমবার এ সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে সকল অনুমোদিত মানি চেঞ্জারদের কাছে পাঠিয়েছে বাংলাদেশ ব্যাংকের বৈদেশিক মুদ্রা নীতি বিভাগ।

প্রজ্ঞাপনে বলা হয়েছে, আসল নোট চেনার উপায় সম্বলিত পোস্টার বাংলাদেশ ব্যাংকের ওয়েবসাইট থেকে ডাউনলোড করে (১০০, ২০০, ৫০০, ১০০০ টাকার নোট) ১৮ ইঞ্চি x ১৪ দশমিক ৫ ইঞ্চি সাইজে প্রয়োজনীয় সংখ্যক প্যানাফ্লেক্স প্রিন্ট করে মানি চেঞ্জার অফিসে গ্রাহকদের দৃষ্টিগোচরযোগ্য স্থানে প্রদর্শন করার করতে হবে।

দ্য বিজনেস পোস্ট'র সঙ্গে আলাপকালে বাংলাদেশ ব্যাংকের একজন উর্ধ্বতন কর্মকর্তা বলেন, গ্রাহকদের উন্নত সেবা দিতে এবং জাল নোটের প্রচলন ঠেকাতে মানি চেঞ্জারদের অন্তত একটি জাল নোট শনাক্তকরণ মেশিন বসাতে বলা হয়েছে।

এই মুহূর্তে দেশজুড়ে ২৩৫টি অনুমোদিত মাই চেঞ্জার প্রতিষ্ঠান তাদের সেবা প্রদান করছে। এর মধ্যে অধিকাংশ প্রতিষ্ঠান রাজধানী ঢাকায় অবস্থিত। বাকিগুলো চট্টগ্রাম, সিলেট, খুলনা, রাজশাহী, রংপুর, বগুড়া ও বরিশাল বিভাগে অবস্থিত।