প্রচ্ছদ ›› বাণিজ্য

মার্কেন্টাইল ব্যাংকের নতুন ৮ উপ-শাখা’র উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক
০৬ সেপ্টেম্বর ২০২১ ১২:৫২:১৪ | আপডেট: ৩ years আগে
মার্কেন্টাইল ব্যাংকের নতুন ৮ উপ-শাখা’র উদ্বোধন

দেশের বিভিন্ন স্থানে আরও ৮টি উপ-শাখা উদ্বোধন করেছে মার্কেন্টাইল ব্যাংক লিমিটেড।

৫ সেপ্টেম্বর ব্যাংকের নির্বাহী কমিটির চেয়ারম্যান আকরাম হোসেন (হুমায়ুন), প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হয়ে উপ-শাখাগুলোর উদ্বোধন ঘোষণা করেন।

প্রধান কার্যালয় থেকে ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী মোঃ কামরুল ইসলাম চৌধুরী ফিতা কেটে উপ-শাখাগুলোর কার্যক্রম শুরু করেন। উপ-শাখাগুলো হলো- ঢাকার পল্লবী উপ-শাখা ও শ্যামলীতে মোহাম্মদী হোমস উপ-শাখা, দিনাজপুরে বিরল উপ-শাখা, ঠাকুরগাঁওয়ে ঠাকুরগাঁও রোড উপ-শাখা, গাজীপুরে এরশাদনগর উপ-শাখা, নীলফামারীর সৈয়দপুরে পার্বতীপুর উপ-শাখা, গাইবান্ধার গোবিন্দগঞ্জে পলাশবাড়ি উপ-শাখা এবং নাটোরে সিংড়া উপ-শাখা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে ভার্চুয়ালি অংশ নেন, ব্যাংকের ভাইস চেয়ারম্যান এ.এস.এম. ফিরোজ আলম, মার্কেন্টাইল ব্যাংক সিকিউরিটিজ লিমিটেডের চেয়ারম্যান এম. এ খান বেলাল, পরিচালকবৃন্দ এম. আমানউল্লাহ ও মোহাম্মদ আব্দুল আউয়াল।

ভার্চুয়ালি আরও অংশ নেন, ব্যাংকের উপ-ব্যবস্থাপনা পরিচালক শামীম আহমেদ এবং হাসনে আলমসহ আমন্ত্রিত অতিথি ও গ্রাহকবৃন্দ। এছাড়া, ৮টি উপ-শাখার নিয়ন্ত্রণকারী শাখাপ্রধান, উপ-শাখার ইনচার্জ ও রিজিওনাল হেডসহ ঊর্ধ্বতন নির্বাহীরা অনুষ্ঠানে যুক্ত ছিলেন।