প্রচ্ছদ ›› বাণিজ্য

মালয়েশিয়ায় কর্মী পাঠানো সবার জন্য উন্মুক্তের আহবান নূর আলীর

নিজস্ব প্রতিবেদক
০৯ সেপ্টেম্বর ২০২২ ১৪:২৯:৩০ | আপডেট: ২ years আগে
মালয়েশিয়ায় কর্মী পাঠানো সবার জন্য উন্মুক্তের আহবান নূর আলীর

মালয়েশিয়ায় জনশক্তি রপ্তানি সিন্ডিকেট বন্ধের আহ্বান জানিয়েছেন ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও বায়রা সম্মিলিত ঐক্য পরিষদের প্রধান সমন্বয়ক মোহা. নূর আলী।

তিনি বলেন,‘লাইসেন্স যার ব্যবসা তার’- এই নীতির ওপর ভিত্তি করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ সবার জন্য উন্মুক্ত করা হোক।

বৃহস্পতিবার রাজধানীর ইস্কাটনে ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অব ইন্টারন্যাশনাল রিক্রুটিং এজেন্সিজ’ (বায়রা) ভবনে এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব আহ্বান জানান। বায়রার নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির দায়িত্বগ্রহণ উপলক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।

একই সঙ্গে যারা নতুন করে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর কাজ পাবেন, তাদের সবার মাঝে কাজ বিলিয়ে দেয়ার আহ্বান জানান ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক।

নির্বাচিত কমিটি থাকলে মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ক্ষেত্রে সিন্ডিকেট হতে পারতো না বলেও মনে করেন তিনি।

বায়রার নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ আবুল বাসার বলেন, ব্যাপক উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে ভোটাররা ভোট দিয়ে আমাদের জয়যুক্ত করেছেন, এ জন্য আন্তরিক কৃতজ্ঞতা জানাই। ভোটের মাঠে যে প্রতিজ্ঞা করেছি, তা পালন করার চেষ্টা করব। মর্যাদাপূর্ণ সদস্যবান্ধব বায়রা গড়ে তুলব।

এ জন্য তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

অনুষ্ঠানে বায়রার সাবেক মহাসচিব আলী হায়দার চৌধুরীও বক্তব্য রাখেন। এর আগে বায়রার সচিব (প্রশাসন) মুহাম্মাদ মাকসুদুর রহমানের নেতৃত্বে বায়রার কর্মকর্তা-কর্মচারীরা নবনির্বাচিত কমিটির সদস্যদের বরণ করে নেন।

নূর আলীকে প্রধান করে নতুন উপদেষ্টা কমিটি- ইউনিক গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহা. নূর আলীকে প্রধান করে ২০২২-২৪ মেয়াদে বায়রার নতুন উপদেষ্টা কমিটি গঠন করা হয়েছে। কমিটির অন্য সদস্যরা হলেন- সাবেক সংসদ সদস্য ও বায়রার সাবেক সভাপতি এমএএইচ সেলিম, প্রান্তিক ট্রাভেল অ্যান্ড ট্যুরিজমের ব্যবস্থাপনা পরিচালক ও বায়রার সাবেক সভাপতি মো. গোলাম মুস্তাফা; সংসদ সদস্য এবং পার্লামেন্টারিয়ান ককাস অন মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্টের চেয়ারম্যান ব্যারিস্টার শামীম হায়দার পাটোয়ারী, বায়রার সাবেক সাধারণ সম্পাদক মো. সেলিম রেজা, আরএমএমআরইউয়ের চেয়ারপারসন ড. তাসনিম সিদ্দিক এবং এফবিসিসিআই প্রেসিডেন্ট মো. জসিম উদ্দিন।