প্রচ্ছদ ›› বাণিজ্য

মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

মেহেদি হাসান, তালুকদার ফরহাদ
২৯ মে ২০২২ ২১:১৭:১৩ | আপডেট: ৩ years আগে
মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতি সুদহার বাড়ালো বাংলাদেশ ব্যাংক

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে বিশ্বব্যাপী সরবরাহ বিঘ্নিত ও বিশ্ব অর্থনীতিতে অনিশ্চয়তার কারণে চলমান মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণে নীতিগত সুদহার বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ব্যাংক।

রোববার নীতিগত সুদহার শূন্য দশমিক ২৫ শতাংশ বাড়িয়ে ৫ শতাংশ করেছে কেন্দ্রীয় ব্যাংক। বাংলাদেশ ব্যাংকের মুদ্রানীতি কমিটির ৫৪তম বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি বিবেচনা ও মুদ্রাস্ফীতির চাপ নিয়ন্ত্রণে এ সিদ্ধান্ত নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) তথ্য অনুযায়ী, এপ্রিলে মূল্যস্ফীতির হার বেড়ে দাঁড়িয়েছে ৬.২৯ শতাংশে। যা গত ১৮ মাসের মধ্যে সর্বোচ্চ।

এর আগে গত মার্চ মাসে সামগ্রিক মূল্যস্ফীতি ছিল ৬.২২ শতাংশ।

অর্থনীতিবিদরা বলেছেন, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর দেয়া তথ্যে মূল্যস্ফীতির প্রকৃত দৃশ্য প্রকাশ পায়নি।

বাংলাদেশ ব্যাংকের বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ক্রমবর্ধমান বৈশ্বিক চাহিদা, বৈশ্বিক বাণিজ্য ও সরবরাহে ব্যাঘাত এবং চলমান রাশিয়া-ইউক্রেন যুদ্ধ বিশ্ব অর্থনীতিতে নতুন অনিশ্চয়তা তৈরি করেছে। যা আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দামে তালমাটাল পরিবেশ সৃষ্টি করেছে।