প্রচ্ছদ ›› বাণিজ্য

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই প্রথম অগ্রাধিকার: নতুন গভর্নর

নিজস্ব প্রতিবেদক
১২ জুলাই ২০২২ ২০:০৫:৩১ | আপডেট: ৩ years আগে
মূল্যস্ফীতি নিয়ন্ত্রণই প্রথম অগ্রাধিকার: নতুন গভর্নর

অগ্রাধিকার ভিত্তিতে আকাশছোঁয়া মূল্যস্ফীতি নিয়ন্ত্রণকে প্রাধান্য দেয়া হবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় ব্যাংকের নতুন গভর্নর আবদুর রউফ তালুকদার।

তিনি বলেন, ইতিমধ্যেই মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে বেশ কিছু পদক্ষেপ নিয়েছে কেন্দ্রীয় ব্যাংক ও অর্থ মন্ত্রণালয়।

বাংলাদেশ ব্যাংকে যোগদানের পর মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে এসব কথা বলেন নতুন গভর্নর।

ক্রমবর্ধমান মুদ্রাস্ফীতি অর্থ সংকট থেকে আসেনি উল্লেখ করে গভর্নর বলেন, মুদ্রাস্ফীতি আমদানি থেকে সৃষ্টি হয়। মুদ্রানীতি অনুযায়ী মুদ্রাস্ফীতি নিয়ন্ত্রণ করা কেন্দ্রীয় ব্যাংকের অন্যতম প্রধান কাজ। সরকার ও কেন্দ্রীয় ব্যাংককে এ বিষয়ে যৌথভাবে কাজ করতে হবে।

বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) প্রতিবেদনে বলা হয়েছে, খাদ্যদ্রব্যের দাম ব্যাপকভাবে বৃদ্ধির কারণে মে মাসে মূল্যস্ফীতি ৭.৪২ শতাংশে অবস্থান করছে - যা গত ৮ বছরের মধ্যে সর্বোচ্চ।

অর্থ মন্ত্রণালয়ের সিনিয়র সচিব আবদুর রউফ তালুকদারকে গত ১১ জুন চার বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের নতুন গভর্নর হিসেবে নিয়োগ দেন সরকার।

তিনি কেন্দ্রীয় ব্যাংকের সাবেক গভর্নর ফজলে কবিরের স্থলাভিষিক্ত হোন। বাংলাদেশ ব্যাংকের প্রধান হিসেবে ফজলে কবিরের মেয়াদ গত ৩ জুলাই শেষ হয়।