প্রচ্ছদ ›› বাণিজ্য

মেরিটাইম অ্যাওয়ার্ড পেলেন সূফী মিজানুর রহমান

নিজস্ব প্রতিবেদক
০১ অক্টোবর ২০২১ ১১:০২:৫৮ | আপডেট: ৩ years আগে
মেরিটাইম অ্যাওয়ার্ড পেলেন সূফী মিজানুর রহমান
নৌপরিবহন খাতে বিশেষ অবদানের জন্য শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুনের কাছ থেকে ‘মেরিটাইম অ্যাওয়ার্ড-২০২১’ গ্রহণ করেন পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমান

নৌপরিবহন খাতে বিশেষ অবদান রাখায় ‘মেরিটাইম অ্যাওয়ার্ড-২০২১’ পেয়েছে মেসার্স পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইনডাস্ট্রিজ লিমিটেড।

বিশ্ব নৌদিবস উদযাপন উপলক্ষে বৃহস্পতিবার রাজধানীর একটি হোটেলে আয়োজিত এক অনষ্ঠানে পিএইচপি পরিবারের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান সূফী মোহাম্মদ মিজানুর রহমানের হাতে এ পুরস্কার তুলে দেন শিল্পমন্ত্রী নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন।

এ সময় আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, নৌপরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মেজর (অব) রফিকুল ইসলাম।

নৌপরিবহন অধিদপ্তর আয়োজিত অনুষ্ঠানে নৌপরিবহন সেক্টরে বিশেষ অবদানের জন্য পাঁচটি ক্যাটাগরিতে পুরস্কার ও সম্মাননা দেওয়া হয়। গ্রিন শিপ রিসাইক্লিংয়ের জন্য পিএইচপি শিপব্রেকিং অ্যান্ড রিসাইক্লিং ইন্ডাস্ট্রিজ লিমিটেড, শিপ একুইজিশনের জন্য এসআর শিপিং লিমিটেড, শিপ ফেয়ারার্স এমপ্লয়মেন্টের জন্য হক অ্যান্ড সন্স লিমিটেড, মেরিটাইম ট্রেনিংয়ের জন্য বাংলাদেশ মেরিন একাডেমি এবং সাগরে সাহসিকতার জন্য এমভি জাওয়াদ জাহাজের ক্যাপ্টেন নাসির উদ্দিন ও ক্রুদের এ পুরস্কার দেওয়া হয়।

অনুষ্ঠান শেষে সূফী মিজানুর রহমান বলেন, পুরস্কার পেয়ে আমরা অভিভূত, আনন্দিত, গর্বিত। এ সম্মানের জন্য বাংলাদেশ সরকার, নৌ মন্ত্রণালয় ও শিল্প মন্ত্রণালয়কে ধন্যবাদ জানাই। দেশ স্বাধীন হওয়ার পর থেকে আমরা দীর্ঘদিন ধরে এ খাতে কাজ করছি। আমাদের আন্তর্জাতিকমানের শিপব্রেকিং ও রিসাইক্লিং দিয়ে সমস্ত পৃথিবীকে তাক লাগিয়ে দিয়েছি। এ শিল্পকে আমরা বিদেশের প্রতিষ্ঠানগুলোর মতো উন্নতমানে উন্নীত করেছি। বিশ্ব দরবারে আজ আমরা মর্যাদা অর্জন করতে সক্ষম হয়েছি।

তিনি আরও বলেন, আজ আমরা যে সম্মান লাভ করলাম তাতে আমাদের দায়িত্ব আরও বেড়ে গেছে। ভবিষ্যতে আমরা আমাদের দেশের মর্যাদা রক্ষায় আরও কঠোর পরিশ্রম করতে প্রস্তুত। ‘সোনার বাংলাকে’ আমরা একদিন ‘হীরার বাংলায়’ পরিণত করবো এ আশা করি।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরীর, নৌপরিবহন অধিদপ্তরের মহাপরিচালক কমোডর এজেডএম জালাল উদ্দিন, বাংলাদেশ ওশান গোয়িং শিপ ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি আজম জে চৌধুরী, বাংলাদেশ মেরিন একাডেমির কমান্ড্যান্ট নৌ প্রকৌশলী ড. সাজিদ হোসেন এবং নৌপরিবহন অধিদপ্তরের চিফ নটিক্যাল সার্ভেয়ার ক্যাপ্টেন কেএম জসীমউদ্দিন সরকারসহ আরও অনেকে।