প্রচ্ছদ ›› বাণিজ্য

রবির তৃতীয় প্রান্তিকে মুনাফা ২৯.২ টাকা

নিজস্ব প্রতিবেদক
২৯ অক্টোবর ২০২২ ১৬:৪৬:৩৭ | আপডেট: ২ years আগে
রবির তৃতীয় প্রান্তিকে মুনাফা ২৯.২ টাকা
সংগৃহীত

দেশের দ্বিতীয় বৃহত্তম টেলিকম সংস্থা রবি আজিয়াটা লিমিটেড ২০২২ সালের তৃতীয় প্রান্তিকে (জুলাই-সেপ্টেম্বর) ২৯.২ কোটি টাকা নিট মুনাফা করেছে। যা গত বছরের তুলনায় ৫ দশমিক ৯ শতাংশ বেশি।

টেলিকম অপারেটরটি এ প্রান্তিকে ২ হাজার ২০৭ কোটি ৪ লাখ টাকা মুনাফা করেছে।

কোম্পানি সূত্রে এ তথ্য জানা গেছে।

বছরের প্রথম নয় মাসে রবির আয় হয়েছে ৬ হাজার ৩৩১ কোটি ৭ লাখ টাকা। এবং একই সময়ের জন্য কর-পরবর্তী মুনাফা হয়েছে ৫৬ কোটি ৯ লাখ টাকা।