প্রচ্ছদ ›› বাণিজ্য

রমজানের প্রথম দিনেই বাড়লো গ্যাসের দাম

নিজস্ব প্রতিবেদক
০৩ এপ্রিল ২০২২ ১৭:৪৩:০৭ | আপডেট: ৩ years আগে
রমজানের প্রথম দিনেই বাড়লো গ্যাসের দাম
ছবি- সংগৃহীত

রমজানের প্রথম দিনেই দেশের বাজারে তরলীকৃত পেট্রোলিয়াম গ্যাসের (এলপিজি) দাম আরেক দফা বাড়িয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)। বেসরকারিখাতে ১২ কেজি সিলিন্ডারের দাম ৪৮ টাকা বাড়িয়ে ১ হাজার ৪৩৯ টাকা করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।

রোববার গ্যাসের নতুন দাম নির্ধারণ করে এ ঘোষণা দিয়েছে এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

এক বিজ্ঞপ্তিতে বিইআরসি জানিয়েছে, নতুন এ দাম রোববার সন্ধ্যা ৬টা থেকে কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে আর বলা হয়, ভোক্তা পর্যায়ে ১২ কেজি সিলিন্ডারের এলপিজি সর্বোচ্চ খুচরা মূল্য ১ হাজার ৩৯১ টাকা থেকে বাড়িয়ে ১৪৩৯ টাকা নির্ধারণ করা হয়েছে। অর্থাৎ প্রতি সিলিন্ডারে ৪৮ টাকা দাম বাড়ানো হয়েছে।

এর আগে গত ২ মার্চ এলপি গ্যাসের দাম বাড়িয়েছিল বিইআরসি।

এদিকে গত বছরের ১২ এপ্রিল প্রথমবারের মতো এলপিজির দাম নির্ধারণ করেছিল এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।