আগামী বৃহস্পতিবার থেকে শুরু হতে যাচ্ছে আবাসন খাতের সবচেয়ে বড় আয়োজন রিহ্যাব মেলা।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে পাঁচ দিনব্যাপী এ আয়োজনের উদ্বোধন করবেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি।
জানা গেছে, রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ আয়োজিত দেশের সর্ববৃহৎ রিয়েল এস্টেট মেলার এবারের আয়োজনে থাকবে ২২০টি স্টল।
বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে এবারের মেলা চলবে ২৭ ডিসেম্বর পর্যন্ত। মেলায় ২২০টি স্টলের মধ্যে দুটি ডায়মন্ড প্যাভিলিয়ন, ছয়টি গোল্ড স্পন্সর, ২২টি কো স্পন্সর, ১৫টি বিল্ডিং ম্যাটেরিয়ালস ও ১৩টি আর্থিক প্রতিষ্ঠান অংশ নেবে।
প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত খোলা থাকবে আবাসন খাতের সবচেয়ে বড় এই আয়োজন।
এবারও থাকছে দুই ধরনের টিকিট। সিঙ্গেল এন্ট্রির প্রবেশ মূল্য ৫০ টাকা এবং মাল্টিপল এন্ট্রি টিকিটের প্রবেশ মূল্য ১০০ টাকা।
মাল্টিপল এন্ট্রি টিকিট দিয়ে একজন দর্শনার্থী মেলার চলাকালীন সর্বোচ্চ পাঁচবার প্রবেশ করতে পারবেন।
এদিকে বরাবরের মতো এন্ট্রি টিকিটের রাফ্রেল ড্রতে থাকছে আকর্ষণীয় সব পুরস্কার। মেলা শেষে প্রতিদিন র্যাফেল ড্র অনুষ্ঠিত হবে।
ফ্ল্যাট, প্লট, হাউজিং লোন এবং বাড়ি নির্মাণ সংক্রান্ত অন্যান্য তথ্য সম্পর্কে গ্রাহকদের অবগত করতে ২০০১ সাল থেকে ঢাকায় আবাসন মেলা করে আসছে রিহ্যাব।