প্রচ্ছদ ›› বাণিজ্য

রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক
১৯ ফেব্রুয়ারি ২০২৩ ১৪:৪১:১৮ | আপডেট: ২ years আগে
রোজায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের সংকট হবে না: কৃষিমন্ত্রী

আসন্ন রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলে জানিয়েছেন আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য ও কৃষিমন্ত্রী ড. আব্দুর রাজ্জাক।

শনিবার (১৮ ফেব্রুয়ারি) দুপুরে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলায় পাইস্কা উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষার্থীদের পুনর্মিলনীতে তিনি এ কথা বলেন।

মন্ত্রী বলেন, উন্নয়নের ধারা অব্যাহত রাখতে জনগণ আবারও শেখ হাসিনাকেই ক্ষমতায় আনবে। শেখ হাসিনা দেশের নেতৃত্ব দেবেন।

কৃষিমন্ত্রী বলেন, বিএনপির পায়ের নিচে মাটি নেই, তাদের কথায় রাজনৈতিক অস্থিতিশীলতা তৈরি হবে না, সরকারের পতন হবে না।

মন্ত্রী বলেন, সামনে রোজার মাস আসছে। সরকার সার্বিক প্রস্তুতি নিচ্ছে। রমজানে নিত্যপ্রয়োজনীয় পণ্যের কোন সংকট হবে না।

রাজ্জাক বলেন, অবৈধভাবে ধনসম্পদ উপার্জন করাই মূল লক্ষ্য হওয়া উচিত নয়। কত টাকা আমাদের দরকার, কতটুকু বিলাসিতা প্রয়োজন সেটি ভেবে দেখতে হবে। অন্যের প্রয়োজন ও জীবনযাত্রার দিকেও খেয়াল রাখতে হবে।

পুনর্মিলনীতে ৭৫ বছরের পুরনো বিদ্যালয়টির দুই হাজারেরও বেশি নবীন-প্রবীণ শিক্ষার্থী উপস্থিত ছিলেন।