প্রচ্ছদ ›› বাণিজ্য

লাফার্জ হোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

নিজস্ব প্রতিবেদক
০২ মার্চ ২০২৩ ১৯:৩৬:২৪ | আপডেট: ২ years আগে
লাফার্জ হোলসিমের চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারের তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ হোলসিম বাংলাদেশ লিমিটেড ১৫ শতাংশ চূড়ান্ত লভ্যাংশ ঘোষণা করেছে।

২০২২ হিসাব বছরের জন্য কোম্পানিটি শেয়ার হোল্ডারদেরকে ১৫ শতাংশ চূড়ান্ত নগদ লভ্যাংশ দেবে। অন্তবর্তীকালীন লভ্যাংশ সহ কোম্পানিটি ২০২২ হিসাববছরের জন্য ৪৮ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে।

কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের বৈঠকে সর্বশেষ বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর লভ্যাংশের এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে ৩ টাকা ৮৩ পয়সা। গত অর্থবছরে কোম্পানিটির ইপিএস ছিল ৩ টাকা ৩৪ পয়সা।