প্রচ্ছদ ›› বাণিজ্য

লেনদেনের শুরুতেই ডিএসইতে সূচকের পতন

নিজস্ব প্রতিবেদক
১৯ ডিসেম্বর ২০২১ ১১:২১:২৭ | আপডেট: ৩ years আগে
লেনদেনের শুরুতেই ডিএসইতে সূচকের পতন

সপ্তাহের প্রথম কর্মদিবস রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মূল্য সূচকের নিম্নমুখী প্রবণতায় শুরু হয়েছে লেনদেন। এদিন লেনদেন শুরুর পরপরই সবকটি সূচকের পতন হয়।

বাজার বিশ্লেষণ করে দেখা যায়, লেনদেন শুরুর সোয়া ১ ঘণ্টার মাথায় ডিএসই প্রধান মূল্য সূচক ডিএসইএক্স ২৬ পয়েন্ট কমে অবস্থান করে ৬ হাজার ৮৪১ পয়েন্টে।

অপর দুই সূচকের মধ্যে ডিএসই৩০ সূচক ৮ পয়েন্ট কমে অবস্থান করে ১ হাজার ৪৫২ পয়েন্টে এবং ডিএসইএস বা শরীয়াহ সূচক ২১ পয়েন্ট কমে ২ হাজার ৫৬৫ পয়েন্টে দাঁড়ায়।

এ সময়ে লেনদেন হয়েছে ১৯৮ কোটি ৪৮ লাখ টাকার শেয়ার। গত কর্মদিবসে ডিএসইতে লেনদেন হয়েছিল ৮০৭ কোটি ৪০ লাখ টাকার শেয়ার।